Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কনে দেখা রোদ্দুর

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ১৪/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1138বার পড়া হয়েছে।

কনে দেখা রোদ্দুর
মিলন বনিক

অনেকদিন পর
বারান্দায় দাঁড়িয়ে দু’জনে
পড়ন্ত বিকেলে দেখা হলো
আশ্বিনে রোদ্দুর।
কেন জানি মনে হলো এই তো শরৎ
তবে নিশ্চয় শিউলী ফোটা সবে শুরু,
তুমি বললে মল মাসের ঢেউ লেগে
এবার পুঁজো কার্তিকে,
সাঙ্গ হতে চললো কুড়ানোর পালা।
তবে আর কি হবে, সময় রেখে বেঁধে,
পশ্চিমাকাশে মেঘের চাদর।
কৃষ্ণ বরণ কানু,
সুর্যটাকে স্বর্ন গৌর রাধিকার বেশে
মনে হলো কতকাল দেখা হয়নি
এমন কনে দেখা রোদ্দুর।
—————–

১,১২৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. নাজমুল হক পথিক মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে। ধন্যবাদ মিলন বণিককে

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  দেখা হতেই শরত শুরু, কথা হলে কি হবে আল্লাহ মালুম

 3. কামাল উদ্দিন মন্তব্যে বলেছেন:

  গতকালকে কাশফুলের ছবি তুলতে গিয়েছিলাম বালু নদীতে। কিছু ছবি তুলেছি, তবে ওখান থেকে ফিরে আসার পর কনে দেখা রোদ্দুর দেকে আফসোস লাগলো, আহ্ এখন যদি ওখানে থাকতে পারতাম।

  ………..লেখক কে শুভেচ্ছা

 4. কামাল উদ্দিন মন্তব্যে বলেছেন:

  মিলন ভাই, আপনি হলেন আমার প্রথম পোষ্টের প্রথম মন্তব্যকারী, তাই আমিও আমার প্রথম মন্তব্যটা আপনার পোষ্টেই করলাম।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  প্রেমে ভরপুর
  ভাল লাগল

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বেসম্ভব ভাল লাগা রই। । সুন্দর লিখেছেন। কামাল ভাই কাশফুলের ছবি তুলতে মনচায় । কিন্তু কই পাই কাশবন

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  mough hobar motu kabbota kobi darun lekha

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top