Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কনে দেখা রোদ্দুর

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ১২/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1065বার পড়া হয়েছে।

কনে দেখা রোদ্দুর
মিলন বনিক

অনেকদিন পর
বারান্দায় দাঁড়িয়ে দু’জনে
পড়ন্ত বিকেলে দেখা হলো
আশ্বিনে রোদ্দুর।
কেন জানি মনে হলো এই তো শরৎ
তবে নিশ্চয় শিউলী ফোটা সবে শুরু,
তুমি বললে মল মাসের ঢেউ লেগে
এবার পুঁজো কার্তিকে,
সাঙ্গ হতে চললো কুড়ানোর পালা।
তবে আর কি হবে, সময় রেখে বেঁধে।
পশ্চিমাকাশে মেঘের চাদর
কৃষ্ণ বরণ কানু, সুর্যটাকে স্বর্ন গৌর রাধিকার বেশে
মনে হলো কতকাল দেখা হয়নি
এমন কনে দেখা রোদ্দুর।

১,১৬২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  কৃষ্ণ বরণ কানু, সুর্যটাকে স্বর্ন গৌর রাধিকার বেশে
  মনে হলো কতকাল দেখা হয়নি
  এমন কনে দেখা রোদ্দুর।

  চমৎকার কবিতা লেখ্যুন রে বদ্দা,
  খুউব ভাল লাইগ্যি……………

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার লিখেছেন ।আমিতো চট্রগ্রামের ভাষা জানিনা জানলে সে ভাষায় মন্তব্য করতাম ।

 3. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

  অদ্ভুত সুন্দর কবিতা। ভাল লাগল।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  মিলন,আপনার এ কবিতাটি আমার খুব,খুব ভাল লেগেছে।

 5. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো ছড়া।

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল আপনার লেখা। আপনার ছবিটা আপলোড করে নিবেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top