Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবিতা ছায়া

লিখেছেন: আবুল বাশার শেখ | তারিখ: ১৪/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1529বার পড়া হয়েছে।

সময়ের হাত ধরে ধীরচিত্তে
কলমের গতিশীলতায় পনের বছর,
চাওয়া-পাওয়ার হিসেব কষে
জীবন অনেক বাঁক পেরিয়েছে।

খ্যাতি-সুখ্যাতি এখন মামুলি হয়েছে,
প্রিয় মুখ- দূরে, কাছে, শুধু আলাপন
আরাধ্য প্রেমের ফসল ফলিয়ে
একজন দক্ষ কৃষক হয়েছি।

চিরচেনা অতীত রাতের তারা
বর্তমানের চাঁদকে ছোঁয়ার ব্যকুলতা
কদমের অকালে ঝরে পড়াকে ভাবায় না।

কলম খুব বেশি জ্বালায় বলেই হয়ত
এখনো ছাড়তে পারিনি তার মায়া,
আমি কবি কবিতা আমার ছায়া।

তারিখ :- ০৯-০৯-২০১৪

১,৫০১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আবুল বাশার শেখ সাহিত্যে নিবেদিত প্রাণ কবি আবুল বাশার শেখ সাহিত্যের সব শাখায় নিয়মিত লিখে চলছেন। তার জন্ম ১৯৮৬ সালের ১ জুন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাদেপুরুড়া গ্রামে। পিতা মরহুম আঃ ছামাদ শেখ, মাতা মোছা. রূপজান নেছা। ছয় ভাই ও এক বোনের মধ্যে কবি সবার ছোট। ১৯৯৯ সালের অক্টোবর মাস থেকে জাতীয় পত্রিকায় লেখা লেখি যা এখনও চলমান। শিক্ষাগত যোগ্যতা বি এস এস। বর্তমানে কবি আবুল বাশার শেখ অনলাইন নিউজ পোর্টাল http://bd24live.com, http://ekantho24.com, সাপ্তাহিক একুশের কন্ঠ’র ময়মনসিংহ জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার সংবাদ’র ভালুকা প্রতিনিধি, ও ভালুকা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা করেছেন- সাহিত্যপত্র মানবতা ও ছড়া কবিতার কাগজ পদ্মবন্ধু। ভালুকা নিউজ ডট কম http://bhalukanews.com/ এর প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক। প্রকাশিত একক কাব্যগ্রন্থ “হৃদ্যতার নিশিকাব্য” একুশে বইমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে স্ত্রী সানজিতা বাশার ও এক মাত্র মেয়ে আনুশা আশনা সাওদাকে নিয়ে সুখের সংসার সাজিয়েছেন। যোগাযোগঃ গ্রামঃ বাদেপুরুড়া, পোঃ ধলিয়া, উপজেলাঃ ভালুকা, জেলাঃ ময়মনসিংহ। মোবাইল: ০১৯১৬৫৯৫৪৪০, ০১৭১৭০৩৯৮৭৯ // ই-মেইল: basharpoet@yahoo.com Website: http://raterpakhi-bashar.blogspot.com
সর্বমোট পোস্ট: ৩ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-১৪ ০৪:৫০:৩৭ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Besh sadharon lekha
    aro govir hok
    aro valo laglo

  2. ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

    চলন্তিকা ব্লগে আপনাকে স্বাগত জানাই।

  3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    সুন্দর প্রকাশ । কথার গভীরতায় মুগ্ধ হলাম ভাই।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    অনেক ভাল লাগল । খুব সুন্দর
    শুভকামনা

  5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কলম খুব বেশি জ্বালায় বলেই হয়ত
    ছন্দে ছন্দে লিখি আমি তাইতো।

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    পড়ে বেশ ভাল লাগলো

    সুন্দর প্রকাশ

    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top