Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবিরাজির ফল

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ০৫/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 952বার পড়া হয়েছে।

কবিরাজির ফল

সদুর বউয়ের বাচ্চা হবে,  জানিয়ে   গেল  দা ই

এটি সদুর অষ্টম বাচ্চা , ভয়ের তো কিছু না ই ।

সদু  ভাবে  সাতটি  মেয়ে,  ঘরে ইতো  জন্ম  হয়

এবার তবে ঘরে  রাখতে, কিসের বা এত ভয় ?

সাতটি মেয়ের  পরে  এবার, জন্ম নিল ছেলে,

কান্না  কাটির  শব্দেই সদুর,আতকে  উঠে পিলে ।

বাচ্চার  রং  একদিন  পরেই, হলুদ হতে  থাকে ,

ওঝা বৈদ্য কবিরাজ যেই , সদু তাদের ডাকে ।

ঝাড়  ফুক আর তৈল পড়া যত,দিচ্ছে কাটির মালা,

বলে  কেউ ধরেছে  ভুতে , সারতে বড়ই  ঠেলা ।

চিকিৎসা যত বিরামহীন,চলতে থাকে দিন ভর,

বাচ্চার গায়ে খিচুনী ধরে,এক রাত একদিনের পর ।

খারাপ  লক্ষণ   দেখে  সদু , সদরেতে   দৌঁড়ায়,

ক্ষণিক পরে ডাক্তার নিয়ে, সে  বাড়িতে পৌঁছায় ।

ওঝা, বৈদ্য, কবিরাজ দেখে, ডাক্তার সাব যায় ক্ষেপে,

হতাস হয়ে যায় যে ডাক্তার,রোগীর নাড়ি মেপে ।

আক্রান্ত  হয়েছে   রোগী,  জনডিস   ধনুষ্টংকারে,

কবিরাজির শেষে  ডাক্তার, ডাকে  অনেক পরে ।

বাঁচার আশা নেই দেখে তাই, ডাক্তার সাব যায় চলে,

সবাই  বলে  ছেলে  মরলো, শুধুই  সদুর  ভুলে ।

তাইতো বলি অসুখ হলে, ডাক্তারের কাছে যাও,

ওঝা বৈদ্য কবিরাজের, কথায় কান না দাও । ।

 

 

১,০২৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

 1. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  কাহিনী নির্ভর কবিতা ভালোই লেগেছে।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  দারুণ হয়েছে তো !

 3. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা আর এর শিক্ষণীয় দিকটিও ভালো লাগলো।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  কাহিনীর রুপরেখায় লেখা কবিতা ভাল লেগেছে।এর মাঝের বক্তব্য শিক্ষামূলক সন্দেহ নেই।

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  অজ্ঞ চিকিৎসা সংস্কৃতির পাশাপাশি
  সঠিক চিকিৎসার চিত্রায়নে
  উপদেশ মূলক কবিতা

  অনেক ভাল লাগা।

 6. আরজু মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতা।আপনি ভাল থাকবেন।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আসলেই এখনো গ্রামে এরকমটাই হয় । সহজে ডাক্তাের কাছে নিতে চায় না । ঠিক সাপে কামড়ালেও একই অবস্থা ।

  খুব সুন্দর কবিতা

 8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অপচিকিৎসার ফল।

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন লিখনী

  শুভ কামনা রইল কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top