Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবি ও কবিতা

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ২৪/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1198বার পড়া হয়েছে।

nari-2
আর কবিতা পড়োনা—–
কবিকে রেখে দাও শো-কেসের সৌন্দর্য করে,
নয়তো উড়িয়ে দাও নীল নীলাম্বরে।
নদী পর্ব্বত সাগর লোকালয়ে
ছড়িয়ে পড়ুক সতীর ছিন্ন দেহের মত।
কুড়িয়ে পাওয়া, এলোমেলো শব্দগুলো নিয়ে
তান্ডব নৃত্য করুক উলঙ্গ শিশুরা।
শব্দের গাঁথুনি আর কখনও মিশবে না
সুদৃশ্য মলাটের পাতায়।
ব্যাকুল হবেনা কোন পাঠক
কবিতার ভাষায়। অতঃপর—-
কবিতা বয়ে দেবে,
নদী, সাগর, ফেনিল উর্মি, পর্বতের সু-উচ্চ চূড়া।
কবির বড় ভয়,
কবিতার সমস্ত উৎস যদি হারিয়ে যায় তিমিরে।
লোকালয় হবে জনাকীর্ণ,
এক ঝাঁক শকুন লুফে নেবে কবির হৃদয়।
তবুও কবির শান্তনা,
বুলি ফোটাবে শকুনের মুখে
জন্মান্ধতার সমস্ত পাপ মুছে দেবে শকুনের,
কবি ও কবিতার সৌন্দর্য্য।

১,৩০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. শাহরিয়ার সজিব মন্তব্যে বলেছেন:

  ইন্টারেস্টিং ।

 2. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ছিল এমনিতে ভাল, কিন্তু একটু বুঝতে সমস্যা হয়েছে। নিয়মিত লিখবেন।

 3. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  কবিতার সাথে সুন্দর একটি ছবির ব্যবহার করেছেন ভাল লাগল।

 4. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  এক ঝাঁক শকুন লুফে নেবে কবির হৃদয়।

  অপূর্ব!
  ভাল থাকবেন।

 5. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

  কবিতাটি অনেক সুন্দর। ভাব কথা সবই ভাল। আমার অনেক ভাল লেগেছে।
  আরেকটা কথা আপনি যে বলেছেন,
  “কবিকে রেখে দাও শো-কেসের সৌন্দর্য করে”
  এই বিষয়টা সচরাচরই হয়ে। আসলে হয়েছে। কবিকে বহুদিন আগে থেকেই শো-কেসে রেখে দেয়া হয়েছে। এমনকি কবিতা রেখে দেয়া হয়েছে বইয়ের শেলফে।
  যদিও আপনার কুবিতার বিষয়বস্তু এ বিষয়টা থেকে আলাদা তবুও আমি এটা বললাম। তার কারণ আপনার কবিতা পড়ে আমার এটা মনে হল।

  আপনার কবিতার বিষয়বস্তুও সুন্দর। যাবে বলে অস্বাধারন চিন্তা। অনেক ভাল লেগেছে আমার। শুভেচ্ছা রইল।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন তো !
  অসংখ্য অসংখ্য ভাল লাগা জানিয়ে দিলাম ।

 7. খাদিজাতুল কোবরা লুবনা মন্তব্যে বলেছেন:

  ভালো লেগেছে কবিতাটি।

 8. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর
  বেশ ভাল লাগল

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো অণেক
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাইস

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top