Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবি ও মৃত্যু

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ২৭/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1279বার পড়া হয়েছে।

6

— জসিম উদ্দিন জয় —

বই আর টেবিল আছে,
ভাঙ্গা চোঙ্গা চেয়ার কাছে,
তার উপর বেড়াল নাচে,
বই গুলোর ধাচে ধাচে,
ইউ পোঁকা খেয়ে বাঁচে।

ইদুর গুলো আসে রাতে,
বই গুলো কাঁটে দাতে।
বাঁধা কাগজ আছে ঠাসা,
পোঁকা মাকর করে বাসা।
ফাঁকে ঝোঁকে তেলাপোঁকা
ভয় পেয়ে ভাগে খোকা ।
স্যাঁত স্যাঁতে ভয় ডর,
এটাই বুঝি কবির ঘর।
ঘরে আছে বইয়ের র‌্যাক
তাতে কবির ঝুলানো ব্যাগ।
খাটের উপর ব্যথার মলম,
পড়ে আছে কবির কলম।
সবার কাছে কবিতা আছে,
দেয়াল জুড়ে ছবিটা আছে,
ছবির কবিটা চলে গেছে।
পরিপাটি সাদা কাফনের বেশে,
চলে গেছে নাফেরার দেশে।

১,২৮৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  দারুন। ইদুর গুলো আসে রাতে।
  বই কাটে দাঁতে।
  খুব সুন্দর। শুভেচ্ছা রইলো।

 2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ছন্দময় অন্ত্যমিল ভালো লাগলো

  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফাইন লিখনী

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বানান ভুল আছে কয়েকটি ঠিক করে নিয়েন

  সুন্দর হয়েছে। শুভেচ্ছা কবিকে

 4. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  এটাই কবির জীবন।

  সুন্দর হয়েছে।
  শুভেচ্ছা জানবেন কবি।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  দারুণ

 6. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  ভালো লাগল।

 7. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো ছন্দময় লিখা । খুব ভালো । শুভেচ্ছা জানবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top