Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবি

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ০২/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1234বার পড়া হয়েছে।

888888

— জসিম উদ্দিন জয় —

কবি মানে খুব নিরালায় একা,
প্রকৃতির মুখোমুখি বসে থাকা,
মুগ্ধ চোখে তৃষ্ণার ছায়ারেখা।

কবি মানে ভীষন রকম ভালো
শিশির ভেজা প্রথম আলো,
আলোর মাঝে একবিন্দু কালো।

কবি মানে হৃদয়ে স্বপ্নের জাগরণ
তপ্ত হৃদয়ে ক্ষিপ্ত অকারন,
ভালোবাসা আর স্পর্শের শিহরন।

কবি মানেই বড্ড একটা অভিমানী
মুক্তমনে মুক্তচিন্তা আর পাগলামী,
আনমনে হৃদয়ের মাতলামী ।

কবি মানে সৃষ্টি আর শব্দের পক্ষান্তর
দূর প্রান্তর কাঁপে অন্তর,
থরথর বাতাসে ফুস মন্তর।

কবি মানেই সৃষ্টি সুখের কবিতা,
বৃষ্টিভোজা ফুটন্ত ফুলের ছবিটা,
প্রভাতে জেগে উঠা রবিটা।

কবি মানে লালন করা অজানা ব্যথা
নিরব নিথর ভাসমান পদ্মপাতা
সৃষ্টিশীল পদ্য আর গদ্যকথা।

১,২৩৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখা
  সুন্দর ভাবনার প্রয়াস
  পড়ে খুবই ভাল লাগলো

 2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  ভাল বলেছেন –
  “কবি মানে লালন করা অজানা ব্যথা
  নিরব নিথর ভাসমান পদ্মপাতা”
  শুভেচ্ছা নিন।

 3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  কবি নিয়ে অসাধারণ একটি কবিতা । খুব ভালো লাগলো ।
  শুভেচ্ছা ও ভালোবাসা কবিকে ।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কবি মানে লালন করা অজানা ব্যথা
  নিরব নিথর ভাসমান পদ্মপাতা
  সৃষ্টিশীল পদ্য আর গদ্যকথা।

  ঠিক বলেছেন

  খুব সুন্দর করে কবিদের মনের কথা তুলে ধরেছেন

  ধন্যবাদ আপনাকে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top