Today 26 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবে আসবে সেই দিন

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ২৭/০১/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1480বার পড়া হয়েছে।

তোর জন্য আমার ভিতর চিন্তার ঢেউ খেলে
তুই হাসলে আমার মনে সুখের দেখা মিলে।
তুই কাঁদলে অজান্তে চোখ দুটো মোর ভাসে
ভাবলে তোকে আনমনে পাই যে তোকে পাশে।
কি এমন আছে বল তোর কথার মাঝে
তোকে নিয়ে মনযে আমার সুখে ভেলায় ভাসে।
ভাবছি বসে তোর কথা
দিসনা কভু আমায় ব্যাথা,
বুঝিস নাতো ভুল
জীবন দিয়ে দিব তোকে
সেই ভুলের মাসুল।
দিন গুনছি একা বসে
সেই দিনটির জন্য,
যেদিন তোকে দেখবো আমি
সুখে পরিপুর্ন।

১,৪৫৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর বাসনা
    তাই যেন হয়
    কবিতা ভাল লাগল

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    অপূর্ব, অনিন্দ্য ভালবাসার কবিতা , ভালো থাকবেন সতত

  3. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    প্রেমিকের সুখে আত্ম সুখ, মহান ভাবনার অকপট প্রকাশ ভালো লাগল, বাসন্তী ভালোবাসা রইল ।

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ সুন্দর ভাবনার প্রযাস

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top