নোটিশ
কবে আসবে সেই দিন
এই লেখাটি ইতিমধ্যে 1480বার পড়া হয়েছে।
তোর জন্য আমার ভিতর চিন্তার ঢেউ খেলে
তুই হাসলে আমার মনে সুখের দেখা মিলে।
তুই কাঁদলে অজান্তে চোখ দুটো মোর ভাসে
ভাবলে তোকে আনমনে পাই যে তোকে পাশে।
কি এমন আছে বল তোর কথার মাঝে
তোকে নিয়ে মনযে আমার সুখে ভেলায় ভাসে।
ভাবছি বসে তোর কথা
দিসনা কভু আমায় ব্যাথা,
বুঝিস নাতো ভুল
জীবন দিয়ে দিব তোকে
সেই ভুলের মাসুল।
দিন গুনছি একা বসে
সেই দিনটির জন্য,
যেদিন তোকে দেখবো আমি
সুখে পরিপুর্ন।
১,৪৫৭ বার পড়া হয়েছে
খুব সুন্দর বাসনা
তাই যেন হয়
কবিতা ভাল লাগল
মন ভরে গেলো।
অপূর্ব, অনিন্দ্য ভালবাসার কবিতা , ভালো থাকবেন সতত
প্রেমিকের সুখে আত্ম সুখ, মহান ভাবনার অকপট প্রকাশ ভালো লাগল, বাসন্তী ভালোবাসা রইল ।
বেশ সুন্দর ভাবনার প্রযাস