কর্মজীবী নারীর সহজ সাজ
এই লেখাটি ইতিমধ্যে 1213বার পড়া হয়েছে।
সকালে উঠেই দৌঁড়তে হয়, গন্তব্য অফিস। তারপরই কাজের চাপে ত্রাহি ত্রাহি অবস্থা। কর্মজীবী নারী এরমধ্যে ভুলেই যান যে কাজের পাশাপাশি নিজেকে ভালো ভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তা।নিজেকে একটু প্রাণবন্ত রাখতে কর্মজীবী নারী হালকা সাঁজ নিয়ে নিতে পারেন। আর এ নিয়েই আমাদের আজকের আয়োজন।
♦ অনেক সময় কাজের চাপে ক্লান্ত হয়ে চোখে রাজ্যের ঘুম এসে যেন জড় হয়।কিন্তু তা অফিসে সবাইকে বুঝতে দেওয়া নিশ্চয় বুদ্ধিমানের কাজ হবে না। তাই চোখে একটু কাজল লাগিয়ে নিন, ব্যস হয়ে গেল।আর এটা ৫/১০ মিনিটের মধ্যেই সেরে ফেলা সম্ভব।
♦ এছাড়া ব্যাগে ফাউন্ডেশন থাকলে ত্বকের প্রানবন্ততা ধরে রাখতে চাইলে তা চটজলদি লাগিয়ে নেওয়া যেতে পারে।কিন্তু ত্বক ও ফাউন্ডেশনের রঙের যেন মিল থাকে।
♦ চোখে মাস্কারা এবং ঠোঁটে হালকা রঙের লিপিস্টিক লাগানো যেতে পারে। এছাড়া কেউ ইচ্ছে করলে লিপগ্লসের শরণাপন্ন হতে পারেন।
♦ আর মুখের আদ্রতা ধরে রাখতে চাইলে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করে যেতে পারে। সহজেই প্রাণবন্ত হয়ে উঠবে আপনার চেহারা।
♦ শেষপর্যন্ত বাকি থাকে সাজের অন্যতম অনুষঙ্গ চুল। বেশিকিছু নয়, শুধু চুল গুলোকে একটু গুছিয়ে আঁচড়ে নিলেই পূর্ণতা পেয়ে যাবে আপনার সাজ ।
১,২৪৭ বার পড়া হয়েছে
নারীর জন্য উপকারী পোষ্ট।
খারাপ লেখেন নাই ।
নারীর জন্য উপকারী পোষ্ট।