Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কষ্টের তরী

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ০১/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1294বার পড়া হয়েছে।

আমার কষ্ট সমষ্টি তরি গড়ে
ভাসিয়ে দিলাম তরঙ্গপরে ;
একদিন পৌছিবে তোমার নিবাস ঘাটে
তোমার সমূখে পড়িবে বটে ।

মন ভরে দেখিও সেই তরী
কত যতনে করেছি তৈরী ;
যাতনার সনে দুঃখ জোড়া লাগিয়ে
তোমার স্মৃতিগুলো প্যারেক বানিয়ে ।

গড়েছি এ নাও
তুমি কি দেখিতে পাও ?

নায়ে রং করা অশ্রু অনলে
সুন্দর ভেবে স্পর্শ করিলে ;
তোমার কোমল হস্তখানি পুড়িবে
অসহ্য ভীষণ যাতনায় মরিবে ।

তুষার বৈঠা দিয়ে ফেরাইও মোর পানে
সকল প্রেম দিয়ে বক্ষে নেব টেনে ;
আমি কষ্টের পিতা-মাতা
হিয়াতে লালন করি যত ব্যথা ।

এ যাতনা তুমি দিছো মোরে
বেঁচে আছি তাই ওতপ্রোত পুড়ে ।

১,৩৮৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

২০ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  কষ্টের তরীকে পুষ্পে সাঝিয়ে নিন
  কষ্টগুলো তখন পুস্প পুষ্প হয়ে যাবে।

  অনেক ভাল লাগা।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ।
  সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লাগল । শুভ কামনা ।ভাল থাকুন ।

 4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  সাধু রীতিতে সুন্দর উপস্থাপনা…ভালো লাগলো…

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  প্রেম বিরহের কবিতা–বিরহ অনলে পুড়ে যাবার কবিতা–কোন কোন অংশ বেশ লেগেছে।

 6. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  আমার কাছে এই কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে।

 7. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  আমি তাজ্জব হইয়া এক নিমিষেই অন্তরে ঠাঁই দিয়া ফালাইছি।

 8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ঠিক বুঝলাম না ।
  বুঝিয়ে বুঝবেন কি ?

 9. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  প্রেমের যাতনা ফুটে উঠেছে কবিতায়।
  ভাল লিখেছেন।

 10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  প্রেমের কষ্ট ফুটে উঠেছে কবিতায়
  ভাল লাগল

 11. আরজু মন্তব্যে বলেছেন:

  তুষার বৈঠা দিয়ে ফেরাইও মোর পানে
  সকল প্রেম দিয়ে বক্ষে নেব টেনে ;
  আমি কষ্টের পিতা-মাতা
  হিয়াতে লালন করি যত ব্যথা ।
  চমৎকার শান্ত ভাই।

 12. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অনেক কষ্ট পেলাম।

 13. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  চমৎকার ভাবনার প্রয়াস
  বেশ ভাল ল লাগলো পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top