Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কস্ট

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ২০/০৯/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1923বার পড়া হয়েছে।

কি থেকে কি হয়ে গেলো জানা নাই
বুকের পাজরে জমে থাকা কাস্ট গুলি
রাখার জায়গা নাই।
শুরুটা কত মধুর ছিলো
আর আজ কি হয়ে গেলো।
এমনতো কথা ছিলো না
তবে কেন তুমি ফিরেও তাকালে না।
তুমি দেখতে একটু কালো ছিলে
কিন্তু আমার চোখে তুমি
মেঘলা আকাশ ছিলে।
যে আকাশের দিকে তাকালে
মনটা খুশিতে ভরে উঠে।
আমার প্রতি তোমার রাগ
কখনই আমি রাগ ভাবিনী
ভেবেছি তুমি একটু বেশি অভিমানী।
কল্পনায় তোমায় জন্য
কত কি ভেবে রেখেছি
অথচ তুমি আমার ছিলেনা কখনই।
বুঝতে পারিনী তোমার সরলতার মাঝেও
গড়লতার ভাব ছিলো।
কি করে বুঝবো বলো
আমিতো আমার সব টুকু দিয়ে
তোমায় ভালবেসেছি।
স্বপ্নের রাজ্যে তুমি অনবরত হাটো
হঠাৎ ঘুম ভাঙ্গলে তোমার শুন্যতা
আমায় তারা করে।

১,৯০৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

১ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন। ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top