নোটিশ
কস্ট
এই লেখাটি ইতিমধ্যে 1923বার পড়া হয়েছে।
কি থেকে কি হয়ে গেলো জানা নাই
বুকের পাজরে জমে থাকা কাস্ট গুলি
রাখার জায়গা নাই।
শুরুটা কত মধুর ছিলো
আর আজ কি হয়ে গেলো।
এমনতো কথা ছিলো না
তবে কেন তুমি ফিরেও তাকালে না।
তুমি দেখতে একটু কালো ছিলে
কিন্তু আমার চোখে তুমি
মেঘলা আকাশ ছিলে।
যে আকাশের দিকে তাকালে
মনটা খুশিতে ভরে উঠে।
আমার প্রতি তোমার রাগ
কখনই আমি রাগ ভাবিনী
ভেবেছি তুমি একটু বেশি অভিমানী।
কল্পনায় তোমায় জন্য
কত কি ভেবে রেখেছি
অথচ তুমি আমার ছিলেনা কখনই।
বুঝতে পারিনী তোমার সরলতার মাঝেও
গড়লতার ভাব ছিলো।
কি করে বুঝবো বলো
আমিতো আমার সব টুকু দিয়ে
তোমায় ভালবেসেছি।
স্বপ্নের রাজ্যে তুমি অনবরত হাটো
হঠাৎ ঘুম ভাঙ্গলে তোমার শুন্যতা
আমায় তারা করে।
১,৯০৯ বার পড়া হয়েছে
সুন্দর লিখেছেন। ভাল লাগল