কাঁদছে সিঙ্গাপুর
এই লেখাটি ইতিমধ্যে 1391বার পড়া হয়েছে।
আধুনিক সিঙ্গাপুরের জনক
লি কুয়াং ইয়াও স্মরণে
আমার এ ছোট্ট প্রয়াস___
# কাঁদছে সিঙ্গাপুর #
তুমি অমর, তুমি অবিনশ্বর, তুমি ধরণীর প্রিয়ে,
এসেছিলে ধরাতে তুমি মহান ব্রত নিয়ে।
রঙ্গিন সাজে সাজিয়েছ, তোমার হৃদয়পুর,
তুমি হীনে অঝোর ধারায় কাঁদছে সিঙ্গাপুর।
তোমার মনের মতো করে সাজিয়েছো তুমি,
ধরণীতে স্বর্গ যেন তোমার জন্মভুমি।
মনের যত রঙ্গিন স্বপ্ন, আঁকছ তুলি দিয়ে,
শ্রদ্ধায় তোমায় স্মরি ওগো সিঙ্গাপুরি প্রিয়ে।
ঊর্মি বক্ষে এ যেন এক রূপসী মৎস কন্যা!
আপাদমস্তক অঙ্গে তাহার বইছে রুপের বন্যা।
এমনভাবে সাজিয়েছ, যেন একটি ফুলের ডালি,
কাঁদিয়ে বিশ্ব চলে গেলে, সকল করে খালি।
রাষ্ট্র কেমনে চালাতে হয়?
উন্নয়নের ধারা কেমনে বয়?
তোমার হাতের নিপুণ ছোঁয়া দেখেছে বিশ্ববাসী,
তুমি নিরন্তর, তুমি অক্ষয়
বিশ্বকে তুমি করেছে জয়।
শ্রদ্ধায় তোমায় স্মরণ করছি, হে অবিনাশী।
মোহাম্মদ সহিদুল ইসলাম
১,৩৬৯ বার পড়া হয়েছে
কাব্যের বিষয়বস্তু বেশ চমৎকার
ভাল ভাবনা
শুভ কামনা
মহামতি লি কুয়াং ইয়াও তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের জন্য মরেও অমর হয়ে থাকবেন।
এমন নেতা আমরা কি কোনদিন পাবো? এমন স্বপ্নও যে দেখতে পারি না আমরা!
শ্রদ্ধা
কুয়াং ইয়াও কে শ্রদ্ধা
খুব সুন্দর লিখেছেন
খুব সুন্দর লিখা । অনেক জানারও আছে বৈকি ।
এমন একজন নেতার অপেক্ষায়….