Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এ হুসাইন মিন্টু, আমির হোসেনকে ১০০ করে বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ০৭/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1804বার পড়া হয়েছে।

Alexa.com এ চলন্তিকা নিয়ে review comment করার কারনে এ হুসাইন মিন্টু, আমির হোসেনকে ১০০ করে বোনাস পয়েন্ট  দেওয়া হয়েছে। যে কোন লেখক / প্রদায়ক এটি মাসে একবার পাবেন। আপনারাও  review comment করুন। নিয়ে নিন ১০০ বোনাস পয়েন্ট। ইতিপূর্বে কাউছার আলম, গৌমূমোকৃঈ , আরিফুর রহমান কে ১০০ বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে।

 

review comment করার জন্য চলন্তিকা পরিসংখ্যান এর like our site  এ ক্লিক করে Alexa.com এ গিয়ে কমেন্ট করুন। তারপর ইমেইল এর মাধ্যমে mahkbd@gmail.com এ সম্পাদককে জানান। পরবর্তী মাসে যদি আবার ১০০ পয়েন্ট পেতে চান তবে নতুন একটি ইমেইল ঠিকানা থেকে Alexa.com এ মন্তব্য করতে হবে। মন্তব্যের শেষে অবশ্যই আপনার নাম লিখে দিবেন, তাহলে সহজেই আপনাকে নিশ্চিত করা যাবে।

১,৯৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

১২ টি মন্তব্য

  1. শাহরিয়ার সজিব মন্তব্যে বলেছেন:

    কাউছার ভাই বোনাস পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

  2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    অভিনন্দন দুইজনকেই.

  3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    ভাই আপনাদেরকে অভিনন্দন।।

  4. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা ও শুভকামনা।

  5. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ ও কৃতজ্ঞতা বোনাস পয়েন্ট দেবার জন্য,

  6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    সম্পাদক সাহেবকে ধন্যবাদ বোনাস দেওয়ার জন্য। কিন্তু গতকাল ‘আর নয় নকল’নামে একটি ছড়া প্রকাশ করি যেখানে আমি লক্ষ্য করে দেখলাম মন্তব্য করার কোন অপশন নেই। কি কারণে এমনটি হয়েছে তা আমি জানি না। সম্পাদক এর নিয়ন্ত্রণ থাকলে বলবেন।

  7. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    এ হোসাইন মিন্টু এবং আমির হোসেন ভাইকে অভিনন্দন। কিছু কিছু পোস্টে মন্তব্য করা যাইতেছে না এর কারণ কি হতে পারে? সম্পাদক সাহেবের কাছে জানতে চাই।

  8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ আরিফ ভাই।

  9. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    আপনাকে ও ধন্যবাদ।

  10. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    এ নিয়ম এখন আছে কি না সেটা জানিনা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top