নোটিশ
কাকতালিয় হাত তালি
এই লেখাটি ইতিমধ্যে 1399বার পড়া হয়েছে।
কাকতালিয় হাত তালিতে
রুখে দাঁড়ালো আমার ভালোবাসা
সকল বন্ধনকে অস্বীকার করে
মৃত্যুকে বেছে নিল বন্ধু হিসেবে।
ক্রমে অন্ধকার থেকে
আরো অন্ধকারময়
চারপাশের সকল অট্টালিকা,
পাহাড় পর্বত ও হিমালয়।
অন্ধকার!
আমার পৃথিবীটাই যেন।
তুমি ছাড়া প্রিয়তম!
১,৫০৮ বার পড়া হয়েছে
ছন্দ চয়ন ভাল লেগেছে।
আপনার সাথে স হ ম ত !
কৃতজ্ঞতা পড়ার জন্য।
অনেক অনেক কৃতজ্ঞতা মন্তব্যের জন্য। ভালো থাকুন।
ধন্যবান আলতাফ ভাই। পড়েছেন বলে কৃতজ্ঞতা।
ধন্যবাদ আলতাফ হোসেন।
চমৎকার
অনেক ধন্যবাদ।
valo likhechen .
তাই নাকি? ধন্যবাদ জসীম উদ্দিন পড়ার জন্য।
আপনার লেখা নিয়মিত আশা করছি। আসুন সবাই এখানে প্রতিদিন কিছু না কিছু লিখি আর অন্য যারা লিখেন তাদের উৎসাহ দেই। ভাল থাকুন সবসময়।
ভাই লেখা হয় না তো। লিখতে চাই। আপনাদের সাথেও থাকতে চাই সব সময়। কিন্তু যা নিয়ে আসব তাতো হয় না। ধন্যবাদ মন্তব্য করার জন্য। আর মনে রেখেছেন বলে।
লেখা ভাল লাগল
ধন্যবাদ রোদ্দুর। আমি রোদই পছন্দ করি। বৃষ্টি ভেজা কিংবা কালো করে থাকা মেঘ নয়।
ছন্দ চয়ন ভাল লেগেছে।
ধন্যবাদ শান্ত
খুবই ভালো লাগলো আপনার কবিতা। শুভকামনা আপনার জন্য সবসময়। সময় হলে আমার কবিতায় একটু ঢুঁ মেরে যাবেন। ধন্যবাদ
কাকতালিয় হাত তালিতে ভালবাসা, অদ্ভুত মিল করা নামের ভালবাসা, ধন্যবাদ।
কবি ফয়েজ ভাই
নাইস লিখা……….
দারুন কাব্যতা ….মুগ্ধতা জানুয়ে গেলাম
শুভ কামনা রইল
সুন্দর লেখা । শুভেচ্ছা রইলো কবিকে। লিখে যান।