Today 20 May 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কাকতালিয় হাত তালি

লিখেছেন: আহমেদ ফয়েজ | তারিখ: ৩১/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1399বার পড়া হয়েছে।

কাকতালিয় হাত তালিতে

রুখে দাঁড়ালো আমার ভালোবাসা

সকল বন্ধনকে অস্বীকার করে

মৃত্যুকে বেছে নিল বন্ধু হিসেবে।

 

ক্রমে অন্ধকার থেকে

আরো অন্ধকারময়

চারপাশের সকল অট্টালিকা,

পাহাড় পর্বত ও হিমালয়।

 

অন্ধকার!

আমার পৃথিবীটাই যেন।

তুমি ছাড়া প্রিয়তম!

১,৫০৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখির জন্য কাজ করি। পড়ি। লিখি। লেখা হয় কিনা জানি না। কাজ করছি একটি এনজিওতে। এছাড়া পাক্ষিক সময়ের বিবর্তন’র সহকারি সম্পাদক হিসেবে কাজ করছি প্রায় ১০ বছর ধরে।
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৫ ১৩:২০:৫৮ মিনিটে
banner

২০ টি মন্তব্য

 1. আলতাফ হোসেন মন্তব্যে বলেছেন:

  ছন্দ চয়ন ভাল লেগেছে।

 2. জামিলা পান্না মন্তব্যে বলেছেন:

  চমৎকার

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  valo likhechen .

 4. ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

  আপনার লেখা নিয়মিত আশা করছি। আসুন সবাই এখানে প্রতিদিন কিছু না কিছু লিখি আর অন্য যারা লিখেন তাদের উৎসাহ দেই। ভাল থাকুন সবসময়।

  • আহমেদ ফয়েজ মন্তব্যে বলেছেন:

   ভাই লেখা হয় না তো। লিখতে চাই। আপনাদের সাথেও থাকতে চাই সব সময়। কিন্তু যা নিয়ে আসব তাতো হয় না। ধন্যবাদ মন্তব্য করার জন্য। আর মনে রেখেছেন বলে।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  লেখা ভাল লাগল

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ছন্দ চয়ন ভাল লেগেছে।

 7. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  খুবই ভালো লাগলো আপনার কবিতা। শুভকামনা আপনার জন্য সবসময়। সময় হলে আমার কবিতায় একটু ঢুঁ মেরে যাবেন। ধন্যবাদ

 8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কাকতালিয় হাত তালিতে ভালবাসা, অদ্ভুত মিল করা নামের ভালবাসা, ধন্যবাদ।

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি ফয়েজ ভাই
  নাইস লিখা……….
  দারুন কাব্যতা ….মুগ্ধতা জানুয়ে গেলাম
  শুভ কামনা রইল

 10. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেখা । শুভেচ্ছা রইলো কবিকে। লিখে যান।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top