নোটিশ
কাক আর কবি
এই লেখাটি ইতিমধ্যে 1609বার পড়া হয়েছে।
সুনেছ কি খবর
রটেছে কি তা
বড়ই অবাক বিষয়।
কাক আর কবিয়
ভরিয়া গেছে
ঢাকার অলিগলি।
ব্লগে আর ফেসবুকে
অহরহ তারা
কাকের মত
দিচ্ছে ডাক
কা কা বলিয়া।
এই তথ্য ভাই দিয়েছে
আমায় এক কবির
লিখা কবিতায়।
কবি ভাই তুলছে
যখন অভিযোগ
সত্যি কি তা না হয়?
তাই ভাই সত্য মেনে
বলছি মুখ খুলে
কাক আর কবিই
ভরিয়া গেছে
ঢাকার অলিগলি।
১,৫৮৯ বার পড়া হয়েছে
সাধু আর চলিত ভাষার মিশ্রণটা ভালো লাগছে না…কবিতায় ভাবটা মুখ্য বিষয়,,সুনেছ নিশ্চয় শুনেছ হবে….ধন্যবাদ….
ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। আসলে সাধু চলিত মিশানো বড় অপরাধ। আর ভুলের জন্য ক্ষমা প্রার্থী। তবে ১৫ টা পোস্ট দিতে পারলে তখন এডিট করার ক্ষমতা পাওয়া যাবে। তাই এখন ঠিক করার কোন অবকাশ নাই।
কাক আর কবি নিয়ে লেখা আপনার কবিতায় ভালো খারাপ দূটোই লাগলো।
দুটোর কখনো তুলনা হয়না। কবি সেতো শব্দ নিয়ে খেলে ছন্দ নিয়ে দোলে।
হা , লাগারি কথা । এক ব্লগার বব্ধু র লিখার প্রতিক্রিয়ায় লিখা এটি ধন্যবাদ
কাক আসলে কাদেরকে বুঝানো হচ্ছে
হা হা, আমি কহিব না ভাই………… মার লাগাবেন ।
“দিনগুলিমোৱ সোনাৱ খাচায় ৱইলোনা ৱইলোনা”
কেন আপনার আবার কই হইল। কে আপনাকে বের করিল?
কাক আর কবির মধ্যে ক থাকলেও, কবির সুর কাকের মত কর্কশ হয় না।
হুম, ঠিক
কাক নিয়ে কাব্যতা
আর আমার মুগ্ধতা
বেশ কবি বেশ বেশ
ধন্যবাদ, ভাই
কাক আর কবিই
ভরিয়া গেছে
ঢাকার অলিগলি। – বড়ই ভাবনার বিষয় বটে!
শুভেচ্ছা কবি –