Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কাঞ্চন জঙ্ঘা

লিখেছেন: রুবাইয়া নাসরীন মিলি | তারিখ: ০৪/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1499বার পড়া হয়েছে।

পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত এর নাম কাঞ্চন জঙ্ঘা । এটা ভারতের সর্বোচ্চ  পর্বত শৃঙ্গ ।এর উচ্চতা ৮৫৮৬ মিটার।

 

kanchenjunga-mountain

 

ভারত ,সিকিম আর নেপাল  এই তিন দেশে এর অবস্থান । ভুটান থেকে দার্জিলিং যাওয়ার পথের বাঁকে বাঁকে দেখা কাঞ্চন জঙ্ঘার মোহনীয় রূপ ।

CIMG0316

 

মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে মেঘের পালক ।

CIMG0325

১৯৫৫ সালের ২৫ মে জো ব্রাউন আর জর্জ বান্ড নামক দুই জন পর্বত আরোহী সর্ব প্রথন কাঞ্চন জঙ্ঘা   জয় করেন। এখনে তিনটি বৃহৎ সংরক্ষিত এলাকা রয়েছে । পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা সৌন্দর্য আর রহস্যের সাথে জড়িয়ে থাকে নানা কল্পকাহিনী বা পৌরাণিক কাহিনী ।  কাঞ্চন জঙ্ঘা এর বাতিক্রম নয়। মিথ অনুযায়ী   কাঞ্চন জঙ্ঘা  হল   ডেমন/শয়তান অর্থাৎ এক ধরনের ইয়েতি বা রাক্ষস এর বাসস্থান ।  বহু বছর ধরে এই গল্প  মুখে মুখে প্রচার হয়ে আসছে নেপাল আর সিকিমের লেপচা জন গনের মাঝে।

তবে রাক্ষস খোক্ষস যাই থাক না কেন কাঞ্চন জঙ্ঘা  তার   সৌন্দর্য আর রহস্যের  মায়াজালে মুগ্ধ করে রেখেছে অসংখ্য মানুষকে ।

 

 

১,৪৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি মিলি ,ভাল লাগে বই পড়তে,ঘুরে বেড়াতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-০৩ ১৫:৫৪:৫০ মিনিটে
banner

১৬ টি মন্তব্য

 1. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

  অজানাকে জানার আগ্রহ মানুষকে সর্বদা মগ্ন রাখে, বেশ লাগলো অজানাকে জেনে। ধন্যবাদ

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Eto unchute uthtei Pari na

  valo laglo

 3. কামাল উদ্দিন মন্তব্যে বলেছেন:

  এমন সুন্দর দেখলেই ইচ্ছে করে হারিয়ে যাই, শুভেচ্ছা ভাই।

 4. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  প্ৰথম পেইজে আপনাৱ দুইটি লেখা কেনো

 5. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  এটা কিন্তু নিয়মেৱ অবমাননা

 6. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  হুম সুন্দর লাগল ছবি। আহা যাওয়া যদি যেত?

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর আপি।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ইয়া মাবুদ এত পরে কমেন্ট দেখলাম

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top