Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কিংবদন্তী

লিখেছেন: হাসান ইমতি | তারিখ: ১৩/০১/২০১৬

এই লেখাটি ইতিমধ্যে 1370বার পড়া হয়েছে।

প্রিয়তমা, না এটা আসলে কোন কবিতার এপিটাফ নয়,
এটা নয় কোন পাতানো শব্দ বীজের অলীক ছায়ানট,
নিয়তির বেলাভূমিতে আমি ক্রমাগত লিখে চলেছি তোমাকে,
তোমার তোমাকে, আমার তোমাকে, একাকার বানভাসি সুখে,
আমি দুহাতে বেঁধেছি ভালোবাসা, আমি বুনে চলেছি মহাকাল,
চোখের সৃষ্টিতে, মনের বৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে,
তোমার ঝর্নাতলায় ধরে রেখেছি প্রথম কৈশোরর রেণু,
তোমার মুখ আমার স্বপ্নের আকাশ নীলে ওড়া রামধনু,
না না, এ নৈবেদ্যে তুমি এমন কালবোশেখি হেসো না,
এলোকেশে এমন বেপরোয়া মাতাল সমীরণ এনো না,
তুমি খুব ভালো জানো, জানো তোমার হাসির দমকে
আমার কবিতার পাতাগুলো কেমন পুরুষ হয়ে ওঠে,
তোমার দীঘল চুলের গোপন মৌ ডাকে কেমন করে
ঈর্ষাকাতর হয়ে ঝুল বারান্দার বাড়ে রাতের বয়স ।

প্রিয়তমা, তোমার বাঁকা অধরের শতদল মেঘমালায়
আজ আবার খেলা করুক সেই পুরনো বৃষ্টির ভ্রূকুটি,
তোমার চিবুক ছুঁয়ে বয়ে যাক রহস্যের উদ্ধত নদী,
তোমার প্রলম্বিত আঙ্গুলের অহম আজ স্পর্শ করুক
আমার পরাজিত মধ্যপ্রদেশের না বলা সেইসব অন্ধকার,
চিবুকের শয্যা থেকে দু কদম বেড়ে সুডৌল ধুকপুক,
সেখান থেকে আরও কিছুটা নেমে বিশ্বাসের ঘাসজমিন,
অন্নদাতা কৃষকের ঘর্মাক্ত সৃষ্টির ইতিহাস অধিকারে নিয়ে
আমি তোমার আলিঙ্গনে আদিগন্ত লুট হয়ে যেতে চাই,
আমি কুলভাঙা কান্নায় নিঃশেষে নদী হয়ে যেতে চাই ।

প্রিয়তমা, সারস চোখের আরশিতে আরেকটু আগুন জ্বালো,
এই তৃষিত বুকের যমুনায় ভাসাও তোমার সর্বনাশের ভেলা,
তোমার অপাপবিদ্ধ ঠোঁট ছুঁয়ে যাক আমার লবন সীমানা,
হাতে হাত রেখে চলো যুগলবন্ধী আমরা ক্রমশ ঢুকে যাই
ভালোবাসার অনন্ত কবিতার শরীরে, ভীর থেকে গভীরে,
চলো তুমি আমি মিলেমিশে হয়ে যাই আজ জীবন্ত কবিতা,
নষ্ট বিস্ময়ের বিপরীতে আমরা হয়ে রই আরেক কিংবদন্তী ।

১,৩৪৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit হাসান ইমতি Website.
banner

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top