নোটিশ
কিছুক্ষণ কেটে যাক গানে গানে
এই লেখাটি ইতিমধ্যে 1333বার পড়া হয়েছে।
অনেক ভাল বেসেছি
আর ভাল বাসিতে আমি পারব না
যত ভাল বেসেছি
তত ব্যথা দিয়েছ
আর ব্যথা সইতে পারি না ।।
ঐ…..।।
আমি দিয়েছি তোমায় প্রেম মালা
তুমি দিয়েছ শত ঘৃণা জ্বালা
এক হাতে কখনো তালি হয়না ।
ঐ ……।।
দিবস নিশি পুড়েছি একা তোমারে ভাবিয়া
কখনো ভাবনি আমায় পাথর তোমার হিয়া
ভালবাসি তোমাকে বলে
পুড়িতেছ তিলে তিলে
নয় তো কভু পারতে না ।
ঐ ……।।
১,৪১৩ বার পড়া হয়েছে
আপনার গান ভাল লেগেছে।
ভালার জন্য অশেষ ধন্যবাদ ,কাকা ভাল থাকেন প্রত্যাশা রইল
সুর করে গাইতে পারলে বা শোনতে পারলে গানের আসল স্বাদ আস্বাদন করা যায়,,,,, লেখতে থাকুন, যদি একদি পরিণতি আসে
ইনশা আল্লাহ একদিন সুরও হবে
গানের সাথে তো দেখি না পাওয়ার বেদনা আনার আন্কুর সব
ভাল লেগেছে।
অসংখ্য ধন্যবাদ
ভালো লাগলো আপনার গান।
ভা লাগার জন্য অশেষ ধন্যবাদ ।
গানের সুর শুনতে ইচ্ছে করছে । চমত্কার লিখেছেন
অপেক্ষা করেন সুরও শুনতে পারবেন ।
গানটি ভাল লাগল ।
অনেক ভালো লেগেছে।
গান শুনে মন ভরে গেল
আমি দিয়েছি তোমায় প্ৰমমালা বাহ কি অসাধৱন গান
ভাল লাগল গানটি