Today 05 Feb 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কিছুক্ষণ কেটে যাক গানে গানে

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১৩/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1333বার পড়া হয়েছে।

অনেক ভাল বেসেছি
আর ভাল বাসিতে আমি পারব না
যত ভাল বেসেছি
তত ব্যথা দিয়েছ
আর ব্যথা সইতে পারি না ।।
ঐ…..।।

আমি দিয়েছি তোমায় প্রেম মালা
তুমি দিয়েছ শত ঘৃণা জ্বালা
এক হাতে কখনো তালি হয়না ।
ঐ ……।।

দিবস নিশি পুড়েছি একা তোমারে ভাবিয়া
কখনো ভাবনি আমায় পাথর তোমার হিয়া

ভালবাসি তোমাকে বলে
পুড়িতেছ তিলে তিলে
নয় তো কভু পারতে না ।
ঐ ……।।

১,৪১৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আপনার গান ভাল লেগেছে।

 2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  সুর করে গাইতে পারলে বা শোনতে পারলে গানের আসল স্বাদ আস্বাদন করা যায়,,,,, লেখতে থাকুন, যদি একদি পরিণতি আসে

 3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  গানের সাথে তো দেখি না পাওয়ার বেদনা আনার আন্কুর সব
  ভাল লেগেছে।

 4. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো আপনার গান।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভা লাগার জন্য অশেষ ধন্যবাদ ।

 6. শেখ শান্ত হাসি মন্তব্যে বলেছেন:

  গানের সুর শুনতে ইচ্ছে করছে । চমত্‍কার লিখেছেন

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  অপেক্ষা করেন সুরও শুনতে পারবেন ।

 8. শেখ শান্ত হাসি মন্তব্যে বলেছেন:

  গানটি ভাল লাগল ।

 9. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  গান শুনে মন ভরে গেল

 10. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  আমি দিয়েছি তোমায় প্ৰমমালা বাহ কি অসাধৱন গান

 11. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল গানটি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top