Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কিছু কিছু ইচ্ছের কথা

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ০৫/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1195বার পড়া হয়েছে।

কিছু কিছু ইচ্ছের কথা তোমাকে বলা হয়নি
কিছু কিছু ইচ্ছের কথা ঠোঁটে আনা হয়নি।

কিছু কিছু ইচ্ছের কথা শরমের চোখ রাঙানীর ভয়ে বলা হয়নি
কিছু কিছু ইচ্ছের কথা কঞ্জুস সময়ের দায়ে বলা হয়নি।
কিছু কিছু ইচ্ছের বর্ণ শব্দে রুপান্তরিত হয়নি।
কিছু কিছু ইচ্ছের কথা বাক্যে সুসজ্জিত হয়নি।
কিছু কিছু ইচ্ছের মূর্তি রুহের দেখা পায়নি।
কিছু কিছু ইচ্ছের কথা অলসতার কাঁথা ছাড়েনি।
কিছু কিছু ইচ্ছের কথা প্রতিকূল স্রোত ডিঙ্গাতে পারেনি।
কিছু কিছু ইচ্ছের কথা মনের জঠর ছেড়ে আলোর মুখ দেখেনি।

কিছু কিছু ইচ্ছের কথা অনাগ্রহের দোষে উত্‍সাহ পায়নি।
কিছু কিছু ইচ্ছের কথা অবমূল্যায়নের ভয়ে প্রকাশ্যে আসেনি।
কিছু কিছু ইচ্ছের কথা তোমাকে বলা হয়নি।
আর কিছু কিছু ইচ্ছের কথা তোমাকে বলার ইচ্ছে করেনি।
কিছু কিছু ইচ্ছের কথা তোমাকে বলা হয়নি।
আর কিছু কিছুর ইচ্ছের কথা কাউকেই বলা হয়নি।

১,১৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কমেন্ট নাই দেখি

  ইচ্ছে হলে বলে দিয়েন মনে পোষন করে রাখা ভাল নয়
  কবিতা ভাল লাগল

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বাহ বাহ খুব সুন্দর লেখা তো

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ কবি সহস্র আপনাকে
  সুন্দর লিখা
  পড়ে মুগ্ধ হলেম
  শুভ কামনা থাকবে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top