Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কিছু গুরুত্বপূর্ণ বাণীঃ ১৪

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ০৪/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1069বার পড়া হয়েছে।

* পুঁথিগত বিদ্ব্যানরাই বিদ্যার বড়াই করে থাকে *

* বিদ্যার অহমিকা করা শোভা পায় না কারণ এটা তো অন্তীম *

* যারা শিক্ষার মূল্য বোঝে না তারা শিক্ষকদের মূল্যায়ন করে না *

* কারো জীবন ভর উপকার করে যদি ক্ষুদ্রতম ক্ষতি করো তাহলে ঐ উপকার কলুষ ও মূল্যহীন হয় *

-শাহ্ আলম শেখ শান্ত

১,১২১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. পাঠক ও সমালোচক মন্তব্যে বলেছেন:

  বাস্তব কিছু বাণী সৃজন করেছেন ,
  আসলে বাস্তবধর্মী সৃজনে সবার মেধা খাটে না ।
  অনেক ভাল লাগল ।

 2. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  বাণীগুলো সুন্দর ও অনুসরণযোগ্য।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বাস্তব সুন্দর কথাগুলো

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  * পুঁথিগত বিদ্ব্যানরাই বিদ্যার বড়াই করে থাকে *
  ———————————-
  ঠিক বলেছেন।

 5. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দর এবং শিক্ষনীয়…

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  nice bani nice lekha sonder

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top