কুরবানী ঈদ সংখ্যার জন্য লেখা আহবান
এই লেখাটি ইতিমধ্যে 1460বার পড়া হয়েছে।
সামনে কুরবানী ঈদ, ঈদুল আযহা। ঈদের আনন্দকে প্রাণবন্ত করতে দেশের উত্তর সীমান্তের নিয়মিত প্রকাশনা শিল্প সাহিত্য কাগজ ‘আলোর ভূবন ’ ঈদ সংখ্যা প্রকাশ হতে যাচ্ছে। আগ্রহী লেখকদের কাছ থেকে সৃজনশীল সাহিত্য ‘কবিতা/ছড়া, ছোট গল্প, প্রবন্ধ, ক্যারিয়ার/লাইফস্টাইল, ফিচার, স্বাস্থ্য, কার্টুন, টক-ঝাল-মিষ্টি, ঈদের সেকাল-একাল, ফেসবুক সমাচার এবং যে কোন বিষয়ের ওপর লেখা’ আহবান করা যাচ্ছে।
লেখা অবশ্যই সুন্দর হস্তাক্ষর/কম্পিউটার কম্পোজ হতে হবে।
লেখা পাঠানোর সময় খামের উপর বিষয় উল্লেখ করতে হবে।
লেখা পাঠানোর শেষ তারিখ- ৭ সেপ্টেম্বর/২০১৪।
লেখা পাঠানো যাবে ই-মেইলেও।
আলোর ভূবন প্রিন্ট ‘ঈদ সংখ্যা’টি ইবুক আকারে অনলাইনেও প্রকাশ
হবে।
প্রতি মাসে অনলাইনে প্রকাশনার ভিত্তিতে ‘ইবুক’ প্রকাশিত হবে।
সেক্ষেত্রে প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে লেখা পাঠাতে হবে।
প্রিয় লেখক, তাহলে আর দেরি কেন? লিখতে বসুন এখনি। আর নির্ধারিত তারিখের মধ্যে পাঠিয়ে দিন আপনার লেখাটি। আলোর ভূবন আপনার প্রতিভা বিকাশের অপেক্ষায়।
এস.কে.দোয়েল
সম্পাদক ও প্রকাশক
আলোর ভূবন
মোবাইল-০১৯৩৯৫৩৬৩৭৪, ০১৮৩৬৩০৮৫০১।
alorbhubon14@gmail.com
১,৪৪০ বার পড়া হয়েছে
স্যার , এর আগে দুটো লেখা পাঠিয়েছিলাম । উত্তর পাই নি ।
এবারও পাঠাচ্ছি ।
ভাল থাকবেন ।
ধন্যবাদ দীপঙ্কর দা। কেমন আছেন? আশা করি ভাল আছেন। প্রায় ৬ মাস ধরে পত্রিকাটির প্রকাশনা বন্ধ ছিল বিধায় কোন ইমেলের উত্তর দেওয়া হয়নি। এবার পাঠিয়ে দিন অবশ্যই দেখা হবে।
ভাল থাকুন সবসময়।
ধন্যবাদ
ভাল থাকবেন
শুভকামনা।
“আলোর ভূবন’এর জন্য একটি ছড়া আপনার মেইলে পাঠালাম। প্রাপ্তি সংবাদ জানালে বাধিত হবো।শুভেচ্ছা নিরন্তর।
লেখা পাঠানোর চেষ্টা করবো । ধন্যবাদ ।
আফসোস আগে কেন চলন্তিকাতে আসি নাই।