কুড়িগ্রামে নারী স্বাস্থ্য মেলার উদ্বোধন
এই লেখাটি ইতিমধ্যে 1256বার পড়া হয়েছে।
‘এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে দুই দিন ব্যাপী পালিত হচ্ছে নারী স্বাস্থ্য মেলা। সোমবার কুড়িগ্রাম সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত নারী স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। সিভিল সার্জন জয়নাল আবেদিন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র বিশেষজ্ঞ (গাইনী) ডা. ইয়াসমীন জাহান, নারী পক্ষের প্রতিনিধি অ্যাড. হাবিবুন নেসা, স্বাচিপের সভাপতি ডা. নাসির উদ্দিন, বি এমএ সভাপতি ডা. সুদীপ কুমার বোস, প.প. কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও ডা. অজয় কুমার, এএফএডির নির্বাহী প্রধান সাঈদা ইয়াসমীন প্রমুখ। ইউনিসেফ, নারীপক্ষ ও স্থানীয় উন্নয়ন সংগঠন এএফএডির সহযোগীতায় কুড়িগ্রাম সদর হাসপাতাল মেলাটি আয়োজন করে।মেলায় নারীদের উপযোগী স্বাস্থ্য সেবায় জনগনকে উদ্বুদ্ধ সরকারী-বেসরকারী ও উন্নয়ন সংগঠনগুলো ১০ টি ষ্টলে তাদের নিজ নিজ সেবাগুলো তুলে ধরেন। এসময় বক্তারা বলেন নারী স্বাস্থ্য রক্ষায় নারীর পুষ্টি ও বাল্য বিবাহ রোধে জনগনকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করেন (নভেম্বর ২০১৪) internet
১,২৫৭ বার পড়া হয়েছে
বেশ ভাল খবর ! আশা করছি নারীদের অনেক উপকারে আসবে ।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করার জন্য ।
শেয়ার করার ধন্যবাদ
বেশ
জানলাম