নোটিশ
কেউ বোঝে না
এই লেখাটি ইতিমধ্যে 1626বার পড়া হয়েছে।
সন্ধ্যা নামে রাত্রি নামে আঁধার নামে ধীরে
দলবেঁধে তাই পাখ-পাখলি যায় ফিরে যায় নীড়ে;
দিনের শেষে সবাই ফেরে এমনি করেই শুধু
দুঃখীগুলোর হয়না ফেরা, চক্ষে দেখে ধুধু!
গরীব বলে ওদের আহা নেই বাড়িঘর কিছু
পথেপথে শুধুই চলে মরীচিকার পিছু।
মানুষ হয়েও বন্য ওরা নেইযে পোশাক গায়ে
পেটের ক্ষুধায় নিত্য ঘোরে ডাইনে এবং বায়ে?
দুঃখিনী মা ছোট্টশিশু এমনি আরো কতো-
বারান্দা আর প্লাটফরমে রাত করে দেয় গত;
কেউ ভাবেনা ওদের কথা, ক্ষুধায় রোগে-শোকে
জাহান্নামের অতলতলে শুধুই মাথা ঠোকে!
কেউ বোঝে না ওদের ব্যথা ওমর-আলীর বেশে
নিঃস্ব-দুঃখীর হক লুটে কেউ বেড়ায় হেসে হেসে!!
১,৫৯৮ বার পড়া হয়েছে
নিঃস্ব দুঃখীর হক লুটে কেউ বেড়ায় হেসে হেসে–ভাল লাগলো । ধন্যবাদ ।
ভাল্লাগায় ধন্যবাদ
Onobodhyo eh chhora
khub khub bhalo laglo
ধন্যবাদ
লেখা সুন্দর হয়েছে
অনেক ধন্যবাদ বোন
মন ছুঁয়ে গেলো ! ছন্দের ব্যবহারে দক্ষতা দেখিয়েছেন খুব। অভিনন্দন। ঈদের শুভেচ্ছা।
ঠিক বলেছে; আমি ছন্দে আপোসহীন। অনেক শুভেচ্ছা ভাল্লাগায়
অনেক শুভেচ্ছা রইলো।
অনেকদিন পর পেলাম আপনাকে; কেমন আছেন। ভাল্লাগায় অশেষ শুভেচ্ছা
বেশ দরদী সুন্দর কবিতা – সেই সাথে সুন্দর সুন্দর সব ইমেজ।
বড় ভাল লাগল কবি। শুভেচ্ছা নিন।
নিঃস্ব-দুঃখীর হক লুটে কেউ বেড়ায় হেসে হেসে!! সত্যিই আমাদের সমাজ এই রকম কেন জানিনা ? ভালো লাগলো আপনার কবিতা । শুভেচ্ছা রইলো ।
বেশ দরদী কাব্যতা
বেশ ভাল বেশ চমৎকার লিখণি
শুভ কামনা থাকলো
শুভ রাত্রি