Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কেন বোঝ না

লিখেছেন: গোলাম মাওলা আকাশ | তারিখ: ১৯/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1329বার পড়া হয়েছে।

 

cv

কেন বোঝ না

আমি শুধু তোমাকেই চাই।

তোমার ভালবাসা

হৃদয়ের কথামালা

শুনিতে আমি চাই।

কেন বোঝ না

আমি শুধু তোমাকেই চাই।

হাতে হাত রেখে

তপ্ত দুপুরে নাম জানা কোন পার্কে,

শতবর্ষি বিটপির ছায়ার শীতলতা

উপভোগ করতে আমি চাই।

কেন বোঝ না

আমি শুধু তোমাকেই চাই।

মধ্যরাতে স্নিগ্ধ জোছনায়

হিমু আর হিমি হয়ে

তোমার হাত ধরে

জোছনার আলোর রোমান্টিক কালে

তোমার চোখে চোখ রেখে

না বলা কত শত হৃদয়ের কথা আমি

শুনিয়ে যেতে চাই।

কেন বোঝ না

আমি শুধু তোমাকেই চাই।

শুষ্ক হৃদয়ে শিশির স্নিগ্ধতায়

ক্ষণে ক্ষণে আমি তোমাকেই অনুভব

করতে যে চাই।

এমনি করে সারাটা জীবন

স্বপ্নের বুননে

শুভ্র চোখে তোমারি রুপশুধা

উপভোগ আমি করে যেতে চাই।

কেন বোঝ না

আমি শুধু তোমাকেই চাই।

১,৩০০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুব সাধারণ।
সর্বমোট পোস্ট: ১৩৩ টি
সর্বমোট মন্তব্য: ৯৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২২ ১৬:৩০:৪৭ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

    ইচ্ছা পূরণ হোক কবি………।।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    মোটামুটি হইছে । আরো লিখে যান অবিরত

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Pranvora abeger lekha
    valo laglo

  4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    একরোখা – আগ্রসী প্রেমিক!
    কেন বোঝ না
    আমি শুধু তোমাকেই চাই….

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top