নোটিশ
কেমন ভালবাসা
এই লেখাটি ইতিমধ্যে 1442বার পড়া হয়েছে।
হয়তো তোর চোখে
আমি অনেক অপরাধি।
তার পর তোকে নিয়ে
অবুঝ মন সুখে ঘর বাধি।
মেনেছি না মানা কত অনুরোধ
আর সেই তুই নিয়েছিস
অজানা এক প্রতিশোধ।
তোকে ভালবাসি বলেই
করছি না ঘৃনা,
পারছিনা মানতে
তোর অবহেলা।
তুই কি কখন ভেবেছিস
আমার মত করে?
কেন অতলে হারাই
শুধু তোকে ভেবে?
১,৪২৪ বার পড়া হয়েছে
সত্যি ভালোবাসা বড় বহুরূপী …
ভালবাসা এমনই বোধ হয়…ভাল লাগলো আপি…!
“কেন অতলে হারাই
শুধু তোকে ভেবে?”
সবাই অমন করে হারিয়েই যায়।
কারোই তখন নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না।
“কেন অতলে হারাই
শুধু তোকে ভেবে?”
সবাই অমন করে হারিয়েই যায়।
কারোর ই তখন নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না।
ভালবাসার মিষ্টি কবিতা ভাল লাগল
অভিমান ঝরে পড়ছে
ধন্যবাদ সবাই কে।
দারুন সুন্দর
ভালো লাগলো পড়ে ‘
থাকলো শুভ কামনা
শুভ সন্ধ্যা