ক্যান্সার কোষ বিধ্বংসী হলুদ
এই লেখাটি ইতিমধ্যে 1062বার পড়া হয়েছে।
খাবার হলুদের পুষ্টিগুণ কমবেশি সবারই জানা। কিন্তু আমাদের অজানা ছিল হলুদের কারকিউমিন নামের একটি রাসায়নিক উপাদান পাওয়া যায়, যেটা অন্ত্রের ক্যান্সার কোষ বিধ্বংসী ক্ষমতা আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ছাড়া, স্ট্রোক এবং স্মৃতিভ্রংশতার চিকিৎসায়ও সুফল দেয় এ উপাদানটি। হলুদের এই উপাদান অর্থাৎ কারকিউমিনের ক্যান্সার বিধ্বংসী ক্ষমতা নিয়ে পরীক্ষা শুরু করেছে ব্রিটেনের লেইসেস্টারের দু’টি হাসপাতাল। কেমোথেরাপির সাতদিন আগে অন্ত্র-ক্যান্সারে আক্রান্ত রোগীদের কারকিউমিনের বড়ি খাওয়ানো হবে। এ বড়ি কোনো কাজ করছে কিনা তারপর তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ৪০ রোগীর ওপর এ চিকিৎসা চালানো হবে। অন্ত্র-ক্যান্সার দেহে ছড়িয়ে পড়তে শুরু করলে সাধারণভাবে তিনটি ওষুধের মিশ্রণ দিয়ে কেমোথেরাপি দেওয়া হয়। কিন্তু ক্যান্সারে আক্রান্ত অর্ধেক সংখ্যক রোগীর ক্ষেত্রে এ চিকিৎসা কোনো কাজ করে না। লেইসেস্টারের দু’টি হাসপাতালে চালানো এ পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর উইলিয়াম স্টুয়ার্ড। তিনি বলেছেন, প্রাণী দেহে কারকিউমিনের বড়ি অথবা কেমোথেরাপি যে কোনো একটি ব্যবহারের পরিবর্তে দু’টি একযোগে ব্যবহার নিয়ে যে পরীক্ষা চালানো হয়েছে তাতে ‘একশ গুণ’ বেশি ভালো ফল পাওয়া গেছে।
১,১৩৯ বার পড়া হয়েছে
নীতিমালা
চার. ব্লগে কি ধরনের লেখা প্রকাশ করা যাবে বা যাবে নাঃ
ঘ. প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট একসাথে দেওয়া যাবে না।
তবে প্রাথমিক পর্যায়ে আমরা সর্বাধিক ৩টি লেখা অনুমতি দিচ্ছি।
অনেক ভাল লাগল।
ক্যান্সার যাতে কারোই না হয় সেই প্রত্যয়ে…
ভাল লাগল।
তথ্য উপাত্ত সমৃদ্ধ সুন্দর শিক্ষনীয় লেখা…অনেক উপকারে আসবে….ধন্যবাদ..
পোস্টটি ভাল লাগল।
তথ্য উপাত্ত সমৃদ্ধ শিক্ষনীয় লেখা
আর ও লিখুন ………………
সুন্দর লিখেছেন , স্বাস্থ্য বিষয়ে জানলাম ।
ভাল লাগা জানিয়ে দিলাম ।
জানলাম
হলুদ কিভাবে খাব
সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে