Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

খালিশপুর থানা

লিখেছেন: সুরাইয়া নাজনীন | তারিখ: ২৫/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 850বার পড়া হয়েছে।

400px-KhalishpurThana (খুলনা মেট্রোপলিটন)

আয়তন: ১২.৩৫ বর্গ কিমি। অবস্থান: ২২°৫০´ থেকে ২২°৫২´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩১´ থেকে ৮৯°৩৪´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দিঘলিয়া উপজেলা ও দৌলতপুর থানা, দক্ষিণে কোতোয়ালী ও সোনাডাঙ্গা থানা এবং ডুমুরিয়া উপজেলা, পূর্বে রূপসা ও দিঘলিয়া উপজেলা, পশ্চিমে দৌলতপুর থানা ও ডুমুরিয়া উপজেলা।

জনসংখ্যা ২৩৫০১৮; পুরুষ ১২৮৪৭৪, মহিলা ১০৬৫৪৪। মুসলিম ২২২৫০৩, হিন্দু ৯১৭১, বৌদ্ধ ৩২৩৭, খ্রিস্টান ৯১ এবং অন্যান্য ১৬।

জলাশয় প্রধান নদী: ভৈরব।

প্রশাসন খালিশপুর থানা গঠিত হয় ১৯৮৬ সালে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মৃতিস্তম্ভ ১।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩০, মন্দির ২, গির্জা ১।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৭৩.৭২%; পুরুষ ৭৭.৪৬%, মহিলা ৬৯.১৫%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯০৪)।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্টেডিয়াম ১, সিনেমা হল ৩, মহিলা সংগঠন ১, খেলার মাঠ ১০।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩.০৩%, অকৃষি শ্রমিক ৪.৮৪%, ব্যবসা ১৭.৯২%, পরিবহণ ও যোগাযোগ ৭.৭৪%, চাকরি ৪৩.৯৮%, নির্মাণ ৩.৩১%, ধর্মীয় সেবা ০.১৯%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১.৯৮% এবং অন্যান্য ১৭.০১%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৯.৯৪%, ভূমিহীন ৫০.০৬%।

প্রধান কৃষি ফসল ধান, পাট, সুপারি, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসল পান, আলু, নীল।

প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, লিচু, পেঁপে, জাম, নারিকেল।

হাঁস-মুরগির খামার ২০।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা জুট মিলস ৫, স্টিলমিল ২, কোল্ড স্টোরেজ ১। নিউজপ্রিন্ট মিল, খুলনা হার্ডবোর্ড মিল উল্লেখযোগ্য।

কুটিরশিল্প কুটিরশিল্প ১৫, পাইপ সিআই সিট কারখানা ১।

হাটবাজার ও মেলা হাটবাজার ৪, মেলা ৩।

প্রধান রপ্তানিদ্রব্য   পাট, পাটজাত দ্রব্য, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড।

বিদ্যুৎ ব্যবহার এ থানার ৮৭.৬০% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯০.৬১%, ট্যাপ ৮.৯৪%, পুকুর ০.০৬% এবং অন্যান্য ০.৩৯%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮৭.০০% পরিবার স্বাস্থ্যকর এবং ১২.২৫% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.৭৫% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র খুলনা মেডিক্যাল হাসপাতাল (বয়রা), ইউসেফ এইচ পি স্বাস্থ্যকেন্দ্র ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৯, শিশু হাসপাতাল ১।

এনজিও আশা, প্রশিকা, কেয়ার, কনসার্ন, ব্রিজ, প্রিজম বাংলাদেশ ইত্যাদি। [একরামুল কবির]

 

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; খালিশপুর থানার মাঠ পর্যায়ের প্রতিবেদন।

 

৮৫৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৪ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ০৮:০৮:৫৭ মিনিটে
banner

১ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খালিশপুর সম্পর্কে অনেক কিছু জানা গেল।

    ধন্যবাদ আপু

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top