খুঁজি নিরবধি
এই লেখাটি ইতিমধ্যে 1393বার পড়া হয়েছে।
তোমাকে খুঁজি স্কুলে মাঠে শত ছাত্রীর ভীড়ে
লাইব্রেরীর বই পড়ার টেবিল,
কৃষ্ণচূড়া গাছের তলে যেখানে মেতে থাকতে
বান্ধবীদের সাথে হই হুল্লোরে।
কোথাও তুমি নেই অাজ
তবু দুটো চোখ বারবার শুধু তোমাকেই খোঁজে।
তোমাকে খুঁজি কলেজ চত্বরে তরুনীদের মাঝে
কিশোর লাইব্রেরী, পুরাতন কলেজ মাঠে-
যেখানে দুজনে বসে গল্প করতাম
জীবনের স্বপ্নছবি অাঁকতাম
সেখানে অাজ নতুনেরা বসেছে জোড়ায় জোড়ায়
ওদের ভীড়েও শুধু তোমাকে খুঁজি, কিন্তু তুমি নেই।
তোমাকে খুঁজি নাট্যমঞ্চের সামনে,
খেলার মাঠে দর্শকের সারিতে
বাড়ীর সামনের তালগাছটির নিচে
যেখান দাড়িয়ে হাত ইশারায় কথা বলতে,
গাছটি অাজও সেখানে একলা দাড়িয়ে
নেই শুধু তুমি, নেই হাত ইশারার মানুষটি।
তোমাকে খুঁজি বৈশাখী মেলার ভীড়ে
গ্রামীণ উৎসবের অানন্দ যজ্ঞে, নিষ্পলকে
সবই অাছে সেই একই ঠিকানায়; চেনা চেহারায়।
নেই শুধু তুমি অামার দৃষ্টির অাঙ্গিনায়।
তবু মন পাগলপারা খুঁজি হয়ে দিশেহারা
খুঁজি তোমায় নিরবধি।
১,৩৮৪ বার পড়া হয়েছে
আপনার লিখা মনে হয় এই প্রথম পড়লাম । ভালো লেগেছে কবিতা ।
খুঁজতে থাকুন । একদিন হয়তো ঠিকই খুঁজে পাবেন ।
কবিতার জন্য ভালোলাগা ও শুভেচ্ছা জানবেন ।
ভালো লাগল।
ভালো লাগলো অনেক সুন্দর অনবদ্য লিখনী কবি
,,,,,,,,,,,,,,শুভ কামনা
দারুণ লেখা
ভাল লাগল
কবিতা খুবি ভাল লাগল
আরো বেশি বেশি লিখেন
শুভকামনা
অনেক ভাল লাগলো
অবিন্দন কবি।
কামনা করি – এই অন্নত খোঁজার অবসান হোক।
অচিরেই তাকে খুঁজে পান।
শুভেচ্ছা রইল –
অাপনাদের কমেন্টস পেয়ে ধন্য হলাম
ধন্যবাদ সবাই কে।
How To Get A Girlfriend
From the AuthorABOUT MELet me start with this… I don’t describe myself as a pickup artist, or a dating guru. I respect their insights and the artistry