Today 01 Dec 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

খুকুর ভোর

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১৫/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1195বার পড়া হয়েছে।

কুককুরে কুক মোরগ ডাকে
রাত্রি যে হলো ভোর
ওমা তুমি ওঠো নাগো
খুলিয়া দওনা দোর ।
পাখি ডাকছে কিচির মিচির
সবুজ গাছের ডালে
প্রাতে ঘরে আটকে থাকলে
শুনবে কোন কালে ?
ঘাসের ডগায় শিশির বিন্দু
দেখেছো কভু মা
সূর্য মামা জেগে উঠলে
তা তো আর থাকে না ।
লালচে টুক টুক সূর্য মামা
রাঙগানো যে তার মুখ
দুচোখ ভরে দেখলে মাগো
ভরে যায় যে মোর বুক ।
দোর খুলে দও জলদী মাগো
বাহিরে আমি যাই
আজি ভোরের লাল সূর্যকে
সুভাগমন জানাই । ।

১,২১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতা।ছোটদের বেশ লাগবে।ধন্যবাদ।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । শুভ কামনা । ভাল থাকুন ।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন , খুব ভাল লাগল ।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  মন ভরে যায় এমন ছড়ায়

 6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ছোটদের নিয়ে , আপু আপনি খুব ভাল লিখেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top