নোটিশ
খুব বেশি ভালোবাসি
এই লেখাটি ইতিমধ্যে 1276বার পড়া হয়েছে।
ভালোবাসি তোমাকে
হোক তা প্রকাশ্যে বা নীরবেই সবার অন্তরালে।
ঘুমন্ত রাত্রির ক্লান্তির রেশ কেটে যখন
নতুন আরেকটা দিনের উদিত সুর্যের
সোনালী আলো আমার জানালায় এসে পড়ে,
তখন মনে হয় তোমাকে কাছে পাবার
আরেকটি নতুন প্রেরণা মনে জোগাতেই যেন
নতুন একটি দিনের সূচনা হলো।
হেটে যাই দূর থেকে আরো দূরে
ভাবি তুমি পাশেই আছ, কিন্তু তুমি নেই।
মাঝে মাঝে মনে হয় দূর আকাশের
তারা গুলির মত রাত্রির শেষে
তারাগুলি যেভাবে হারিয়ে যায়,
এই বুঝি তুমিও হারিয়ে গেলে।
ঠিক তক্ষুনি থমকে যায় আমার পৃথিবী।
হয়ত কখনো –
তোমাকে সেভাবে বুঝাতে পারিনি,
আমার মত এক বাউন্ডুলেকে
হয়ত তোমার জীবনে কখনো প্রয়োজন হবেনা,
তবে তোমাকে আমার এই অগছালো জীবনের
প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন হবে।
তাইতো বারবার বলি-
“খুব বেশি ভালোবাসি”
১,২৩৩ বার পড়া হয়েছে
দারুন ভালো লাগলো ……..খুব বেশি
কবিতা আর কাব্যতা ….
কবিতার ঘোলে ভালোবাসা ও ঘোল হয়েছে।
কয়েক বার করে পড়া হলো বেশ ভাল লাগলো ……..শুভ কামনা
ভালবাসার কবিতা ভাল লাগল