কেউ কারেও ছুঁতে পারেনা পায়কি নাগাল?
কাকেরা ভুলেও খায়না কাকেদের মাংশ
বন্যরাও করেনা ভুলেও নিজেদের ধ্বংস!
অথচ তুমি বন্ধু চালাও ছুরি বন্ধুর গলে
ফুলেল শিশুও বিকিকিনি করো কলা-কৌশলে?
কেটে টুকরো টুকরো করো স্বজাতির লাশ
ড্রিল মেশিন, করাতকলে, কী নিঠুর উল্লাস।
থামাও, থামাও এ স্বাধীনতা চলবেনা আর
এখনো সময় আছে ছেড়ে দাও গডফাডার!!
সূর্য চন্দ্র গ্রহ-তারা ছুটে চলেছে অনন্তকাল
কেউ কারেও ছুঁতে পারেনা পায়কি নাগাল?
কাকেরা ভুলেও খায়না কাকেদের মাংশ
বন্যরাও করেনা ভুলেও নিজেদের ধ্বংস!
বাহ আপনি দেখছি ব্যাকরণের পাশাপাশি কবিতা ও লিখছেন। তাও এত ভাল কবিতা। অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল।
আমিতো মূলতঃ কবি-ছড়াকার যদিও সব বিষয়েই লিখি। গীতিকারও গানের সিডি আছে ৫টি।
এ সব দেখে মন বিস্বাদে ভরে যায় ।
খুব ভাল লেখা ।
আল্লাহর এ দেশটাতেই এমন অদ্ভূত সব হতাশার কাজ-কারবার চলে–ধন্যবাদ
ভাল লাগল
অনেক ধন্যবাদ
ভাল লাগল।ৈ
ভাল্লাগায় ধন্যবাদ
“কাকেরা ভুলেও খায়না কাকেদের মাংশ
বন্যরাও করেনা ভুলেও নিজেদের ধ্বংস!”
ঠিক বলেছেন কবি।
কাক কুকুরের তবু নীতি আছে আমাদের সমাজে কিছু মানুষের সে নীতিটুকুও নেই।
ধন্যবাদ।
ধন্যবাদ ভাল্লাগায়