নোটিশ
গনতান্ত্রিক অধিকার
এই লেখাটি ইতিমধ্যে 1549বার পড়া হয়েছে।
ঢাকা শহরে আজ যান জট নে ই
ঘুরে এলাম সারা বেলা,
এমন সুন্দর ঢাকা শহরে
আগেতো কভু যায়নি চলা ।
মা বলেন ভয়ে, বলে কি মেয়ে
শহরে আজি যাওয়া মানা,
অবরোধ মাঝে হরতাল চলছে
তু ই, সে কথাটিও জান না ?
হরতাল মোদের গনতান্ত্রিক অধিকার
বলেন রাজনীতিক লোকেরা ,
হরতাল না করাও যে তার গন অধিকার
সে কথাটি নিজেরা মানে না ।
আইন ভেঙ্গে তাদের, অধিকার প্রতিষ্ঠা
নহেতো আইনী অধিকার ,
আম জনতা দেশের জেগে উঠবেরে যখন
তোদের, করে দিবে ছার খার ।
দুষ্টেরা আর সন্ত্রাসীরা তখন সন্ত্রাস ছেড়ে
পালাবার পথ পাবেনা খুঁজে ,
সাধারণ জনতা যদি, একদিন তাদের
নিজ, অধিকারের কথা বুঝে । ।
১,৬২৬ বার পড়া হয়েছে
দুষ্টেরা আর সন্ত্রাসীরা তখন সন্ত্রাস ছেড়ে
পালাবার পথ পাবেনা খুঁজে ,
সাধারণ জনতা যদি, একদিন তাদের
নিজ, অধিকারের কথা বুঝে । ।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । শুভ কামনা ।
দুষ্টেরা আর সন্ত্রাসীরা তখন সন্ত্রাস ছেড়ে
পালাবার পথ পাবেনা খুঁজে ,
সাধারণ জনতা যদি, একদিন তাদের
নিজ, অধিকারের কথা বুঝে ।
সুন্দর কবিতা।ধন্যবাদ।
ধন্যবাদ । কবিতা ভাল লেগেছে শুনে খুশী হলাম । শুভ কামনা ।
সমসাময়িক কবিতা ভাই। ভাল লাগল।
ভাল লেগেছ শুনে খুশী হলাম । ধন্যাদ ।
সমসাময়িক লেখা ভাল লাগিল
ধন্যবাদ কষ্ট করে পড়েছেন বলে । শুভ কামনা ।
দুষ্টেরা আর সন্ত্রাসীরা তখন সন্ত্রাস ছেড়ে
পালাবার পথ পাবেনা খুঁজে ,
সাধারণ জনতা যদি, একদিন তাদের
নিজ, অধিকারের কথা বুঝে । ।
ভাই খুব ভাল লিখেছেন ।
ধন্যবাদ । ভাল লেগেছে শুনে খুশী হলাম ।
ভাই গণতান্ত্রিক অধিকার এখন সবলদের হাতে । দুর্বলরা জানে মার খেতে ।
বেআইনী অদিকার বলবৎ রয় , তাইতো মোদের মার খেত হয় । ধন্যবাদ ভাল থাকুন ।
দারুণ লিখেছেন………
ধন্যবাদ । কষ্ট করে পড়ার জন্য । শুভ কামনা ।
কবিতা ভাল লেগেছে।
ধন্যবাদ শুভ কামনা ।
চারনকবি হওয়ার পথে রয়েছেন আপনি । খুব ভাল লাগল, ধন্যবাদ ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভ কামনা ।