Today 16 Oct 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গভীর মতামত

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০৫/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1280বার পড়া হয়েছে।

গভীর বিষয় নিয়ে কথা বলাই যায় না । শুরু করতে যে টুকু সময় লাগে তাই শোনার সময় কই মানুষের হাতে । কেউ আবার প্রথমেই হাত তুলে দেয় – বাপরে আমার মাথায় অতসব ঢুকবে না । আজ থাক পরে শুনবো ।
তাই সংক্ষেপেই যা বলার বলে নিতে হয় । শুধু যেটুক্লু ঘটনা তাই বলেই কাজ সেরে নিতে হয় । তার অনেকটা পেছন জেনে সেই ঘটনার বিশ্লেষণ করলে রাত কাবার । শুধু নজর থাকবে খুন হল । অন্যায় হল । লোকটা এত নৃশংস কেন । ইত্যাদি । কেন হল তাতে খুব বেশি মাথা না ঘামানোই ভাল । মাথা ঘামালেই লেজ টানতে মাথা যে কোথায় শেষ তার খোঁজ পাওয়া যেতেও পারে বা পাওয়া গেলেও বিপদ আছে ।
কেন না কেউ জন্ম থেকেই খুনী হয় না , শুধু শুধু কেউ অন্যায়ের মধ্যে ঢুকতে চায় না বা কেউ নৃশংস একদিনে হয় । সবার পিছনে অনেকটা পেছন যেমন আছে তেমনি পেছনে আরো কেউ শক্তি আছে । এ সব অবশ্য অনেকটাই বিশ্লেষণের বিষয় । আর গভীর ।
ভাল উদাহরণে কেউ গুরুত্ব দেয় না তাই খারাপ বিষয়ে গভীর হওয়ার চেষ্টা করলাম । জানি পছন্দ হবেই না । মতেরও গভীর অগভীর আছে কি না !

১,২৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  হুমম –
  গভিরই বটে

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লিখেছে

  বাস্তব উপলব্ধি

  শুভেচ্ছা দাদা

 3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  বাস্তব উপলব্ধি থেকে লিখা ! সতিই বোধ হয়, সবার পেছনে আরো কেউ থাকে ! না হলে এতো কিছু করেও এতো সহজে পার পাওয়া যায় নাকি ?
  ভালো লাগলো লিখা । শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ।

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো পড়ে

  বেশ ভালো

  সুন্দর লিখনী

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top