Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গান

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ১৪/০৯/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1788বার পড়া হয়েছে।

এক জীবনের কত চাওয়া
চাইলেই সব হয়না পাওয়া,
আমার মত এমন করে
বাসবে ভাল কে তোরে।।
চাইলেই কি যায়রে ভোলা ভালবাসার নাম
ভালবেসে প্রতিদানে পেয়েছি বদনাম
কি কারনে এমন করে
ভুলে গেলি চিরতরে
ফেলে গেলি স্মৃতি নামের
নিষ্ঠুর েএক আতুর ঘরে।।
আমি ভুলে যাব সব ব্যাথা
বলিস যদি একটু কথা
জানি আমি এই জীবনে
পাবো না তোরে।।
নিয়তির এই কি বিধান
ভালবাসার নাইতো দাম
ভালবেসে এখন আমি
ভুলি কি করে।।

১,৭৭৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

১ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর
    ভালবাসার আকুতি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top