Today 16 Oct 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গান

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ২৫/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1237বার পড়া হয়েছে।

তুমি এমন লগনে এলে
সাথী হয়ে পাশে দাঁড়ালে ।।

শুরু হলো শুভ সুচনা
ইতি হলো বেদন রচনা
আকুল ছিল নয়ন পাতা নিদ্রার তরে
একটু ঘুমাতে পাইনি ব্যথা ভরা অন্তরে

কেটেছে মহাপ্রলয়
বেজেছে সুখের মাদল
আজি খুশির কল্লোল
মন মঞ্জিলে ।

ঐ ………।।

কত যে ছিল মোর বিরহ বেদন
আপন নয়নে করিলে দর্শন
ওগো তুমিও করিতে হেলা
হৃদয় ভরে দিতে জ্বালা ।

কত ঘৃণা লাঞ্চনা সহে
দাঁড়িয়েছি মাথা তুলে ।

ঐ ……………….।।

১,২৭৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  কেটেছে মহাপ্রলয়
  বেজেছে সুখের মাদল
  আজি খুশির কল্লোল
  মন মঞ্জিলে ।

  ভাল লাগল খুশির কল্লোলে মন মঞ্জিলে ভরা আধুনিক গানটি।
  লিখে লিখে গানের খাতাটি ভরে ফেল গীতিকার।
  তোমার জন্য রইল আমার হৃদয়ভরা শুভকামনা।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  পন্ডিত ভাই
  গান চমৎকার হয়েছে,
  শুভ কামনা।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  গান শুনে ভাল লাগল।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  গানটি সুর সহযোগে শুনার অপেক্ষায় রইলাম । শুভ কামনা ।

 5. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  সুন্দর গান..সুরটা শুনতে পেলে ভালো লাগতো…

 6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  গানটা অনেক মজা লাগলো

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বিরহের গান ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top