গাড়ির ড্রাইভার আর দেশের ড্রাইভারের মিল যেখানে…
এই লেখাটি ইতিমধ্যে 1199বার পড়া হয়েছে।
বাসের ড্রাইভার আর দেশের ড্রাইভার একই ধাতু দিয়ে গড়া কি না কে জানে ! তবে কিছু কিছু ঘটনা দু’জনকে কিন্তু মাঝে-মধ্যেই এক বিন্দুতে মিলিয়ে দেয় !
এই তো সেদিন (এই বছরের প্রথম ভূমিকম্পের দিন-২৫ এপ্রিল-২০১৫) অফিস থেকে বিশেষ প্রয়োজনে ঢাকা যাচ্ছিলাম ! সম্ভবত আজমেরী গ্লোরী নামের একটা গাড়িতে করে যাচ্ছিলাম ! এমইএস এর কাছাকাছি হোটেল রেডিসনের সামনের স্পীড ব্রেকারে ফুল স্পীডে গাড়ি উঠিয়ে দিলো ড্রাইভার ! প্রকৃতির ভূমিকম্পের চেয়েও যেন বড় ভূমিকম্প হয়ে গেল গাড়ির ভেতর ! গাড়ির গ্লাস ভাঙল, একজনের হাত কেটে রক্ত ঝরতে শুরু করলো, কয়েকজনের মাথায় আঘাত পেল ! বিধাতার কৃপায় গাড়ির মাঝামাঝি বসার কারণে আঘাত পাওয়া থেকে কোন রকমে বেঁচে গেছি আমি ।
এই কথাগুলো বলার কারণ কি ? এটাই তো ভাবছেন ? হুম, বলছি…
দেখুন, প্রথমত ড্রাইভার গাড়ি চালায় আমরা ঐ গাড়িতে চড়ি বলেই ! তেমনি দেশের ড্রাইভারও তার গাড়ি চালায় একই কারণে ! গাড়িতে ওঠার আগে গাড়ির ড্রাইভারের নিজস্ব লোকজন ঐ গাড়িতে ওঠার জন্য কত ডাকাডাকি আর অনুরোধ করে ঠিক তেমনি নির্দিষ্ট সময়ের আগে এমনটাই করে দেশের ড্রাইভারের লোকজনও ! গাড়িতে ওঠার পর ঐ ড্রাইভারের কাছে যাত্রীদের কথার কোন দামই থাকে না, নিজের মন ইচ্ছেমত গাড়ি চালায় ! দেশের ড্রাইভারের কাছে জনগণের কথার মূল্যটাও এর চেয়ে ব্যতিক্রম কি ? নিজের মন ইচ্ছেমত ড্রাইভিং করে কোন একটা দুর্ঘটনা ঘটলে প্রায়শ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ যাত্রীরাই আর গাড়িটাও ! আর দেশের ড্রাইভারের ক্ষেত্রে সাধারণ জনগণ আর দেশটাও ! গাড়ি বদল করে অন্য ড্রাইভারের গাড়িতে উঠা যায় ঠিকই কিন্তু আচরণ ঐ একটাই ! আমাদের দেশের ক্ষেত্রেও এমনটাই নয় কি ? সর্বশেষে আর যাই করি, চলতে গেলে কোন না কোন ড্রাইভারের গাড়িতে তো উঠতেই হবে তেমনি দেশের ক্ষেত্রেও নয় কি ?
এবার গাড়ির জায়গায় দেশটাকে, ড্রাইভারের জায়গায় সরকারকে আর সাধারণ যাত্রীদের জায়গায় দেশের জনগণকে বসিয়ে আপনিই একটু ভেবে দেখুন…. কি মনে হচ্ছে ? মিল আছে- না নেই ?
১,১৯০ বার পড়া হয়েছে
সুন্দর বলেছো ভাইয়া
একদম ঠিক কথা
ধন্যবাদ সাহসী কথনের জন্য
অনেক ধন্যবাদ আপু লিখায় সমর্থন জানানোর জন্য । ভালো থাকুন সতত ।
গাড়িতে উঠলে যেমন আপনার জীবন মরণ ড্রাইভারের খেয়াল খুশীর উপর নির্ভর করে
দেশের ক্ষেত্রেও তদ্রুপ – শাসকের গোয়ার্তুমীতে আপনাকে খেসারত দিতে হতে পারে।
ভাল লাগল। ধন্যবাদ।
চমৎকার বলেছেন আপনিও । অনেক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি ।
কবি বুলবুল ভাইয়রে সাথে সহমত
ভালো লাগলো
সহমত জেনে ভালো লাগলো । তবে নিজে থেকে কিছু বললে আরো ভালো লাগতো ।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন ।
প্রথমত ড্রাইভার গাড়ি চালায় আমরা ঐ গাড়িতে চড়ি বলেই ! তেমনি দেশের ড্রাইভারও তার গাড়ি চালায় একই কারণে।
ভাল লাগল । যেখানে থাকেন ভালো থাকেন
আপনার ভালোলাগা জেনে খুবই ভালো লাগলো ।
ভালো থাকবেন সবসময়, সবখানে ।