নোটিশ
গোপন কথা
এই লেখাটি ইতিমধ্যে 1408বার পড়া হয়েছে।
একদিন এক আড্ডায় নানা প্রসঙ্গে কথা বলার পর উঠল নারীদের প্রসঙ্গ।
ভদ্রলোক :নারীরা আর যা-ই পারুক, কোনো কথা গোপন রাখতে পারেন না।
ভদ্রমহিলা :সবার কথা জানি না, তবে আমি একটা কথা গোপন রাখছি অনেক বছর ধরে।
ভদ্রলোক :তাই নাকি! খুবই আশ্চর্যের ব্যাপার!
ভদ্রমহিলা :তা আশ্চর্য হতে পারেন, কিন্তু আমার বয়স ২২ পেরুনোর পর থেকেই আজ পর্যন্ত আসল বয়সটা কাউকেই বলিনি।
ভদ্রলোক :সে আর কদ্দিন গোপন রাখবেন, বলুন? একদিন না একদিন আসল বয়সটা নিজের অজান্তেই বলে ফেলবেন, এই বলে দিলাম।
ভদ্রমহিলা :অসম্ভব, কোনোদিনই তা করব না। আজ কুড়ি বছর ধরে যখন গোপন রাখতে পেরেছি, সারাজীবনই তা পারব।
১,৫৪৫ বার পড়া হয়েছে
হা হা হা ! মজা পেলাম খুব।
চমত্কার লিখেছেন তো !
ভাল লাগা জানিয়ে দিলাম ।
২২ বছর পেরুনোর পর
আজম কুড়ি বছর ধরে
বয়স কি তবে
২২+২০=৪২ বছর
এবার একটু নিজের কথাটা ভাবুন
মেয়ে হয়ে মেয়েদের নিন্দা করলেন নাতো
অনেক ভাল লাগা,
মেয়ে হয়ে মেয়েদের দোষ ত্রুটিগুলো তুলে ধরছেন মন্দ কি?
হাসাতে হাসাতে পেটের চামড়া ব্যাথা কইরা ফেলবেন নাকি?
Keu amare dhoro . . Haste haste pet fete jacche
এটা তো দেখছি একটা কৌতুক।
হা হা হা
বেশ বলছেন
দারুন বেশ ভালো লাগলো
মজার তো মজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজর
ভাল লাগলো
হে হে হে হে