Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গোপন কথা

লিখেছেন: আনোয়ার জাহান ঐরি | তারিখ: ২৬/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1408বার পড়া হয়েছে।

একদিন এক আড্ডায় নানা প্রসঙ্গে কথা বলার পর উঠল নারীদের প্রসঙ্গ।
ভদ্রলোক :নারীরা আর যা-ই পারুক, কোনো কথা গোপন রাখতে পারেন না।
ভদ্রমহিলা :সবার কথা জানি না, তবে আমি একটা কথা গোপন রাখছি অনেক বছর ধরে।
ভদ্রলোক :তাই নাকি! খুবই আশ্চর্যের ব্যাপার!
ভদ্রমহিলা :তা আশ্চর্য হতে পারেন, কিন্তু আমার বয়স ২২ পেরুনোর পর থেকেই আজ পর্যন্ত আসল বয়সটা কাউকেই বলিনি।
ভদ্রলোক :সে আর কদ্দিন গোপন রাখবেন, বলুন? একদিন না একদিন আসল বয়সটা নিজের অজান্তেই বলে ফেলবেন, এই বলে দিলাম।
ভদ্রমহিলা :অসম্ভব, কোনোদিনই তা করব না। আজ কুড়ি বছর ধরে যখন গোপন রাখতে পেরেছি, সারাজীবনই তা পারব।

১,৫৪৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০২ ১১:৫৫:৩৪ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    হা হা হা ! মজা পেলাম খুব।

  2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    চমত্‍কার লিখেছেন তো !
    ভাল লাগা জানিয়ে দিলাম ।

  3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    ২২ বছর পেরুনোর পর
    আজম কুড়ি বছর ধরে
    বয়স কি তবে
    ২২+২০=৪২ বছর

    এবার একটু নিজের কথাটা ভাবুন
    মেয়ে হয়ে মেয়েদের নিন্দা করলেন নাতো

    অনেক ভাল লাগা,

  4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মেয়ে হয়ে মেয়েদের দোষ ত্রুটিগুলো তুলে ধরছেন মন্দ কি?

  5. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    হাসাতে হাসাতে পেটের চামড়া ব্যাথা কইরা ফেলবেন নাকি?

  6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    Keu amare dhoro . . Haste haste pet fete jacche

  7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    এটা তো দেখছি একটা কৌতুক।

  8. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    হা হা হা
    বেশ বলছেন

  9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দারুন বেশ ভালো লাগলো
    মজার তো মজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজর
    ভাল লাগলো

  10. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    হে হে হে হে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top