গ্রামটি আমার
এই লেখাটি ইতিমধ্যে 1481বার পড়া হয়েছে।
বন্ধু লেখে গ্রামের পাশে বইছে একা একা
মন কাড়া এক মিস্টিস্বভাব নদী !
শুনেই আমার মনটা ওঠে কেঁদে
আমার গাঁয়ে পাশে পাশে বইতো কেহ যদি !
তাদের গ্রামে বর্ষা যখন নামে
কদম গাছে ফুলের জোয়ার আসে !
সন্ধ্যা হলেই ঝিঁঝিঁ পোকার গানে
রূপকথারা মেঘের সাথে ভাসে !
তাদের প্রিয় মিস্টি দাদুমনি
গল্প ফেঁদে রাতের আসর জমায় !
তেপান্তরের মাঠের আরেক পারে
স্বপ্নগুলো কেবল পাড়ি জমায় !
আমার গ্রামে নাই যে তেমন কিছু
খেলে শুধু মিস্টি কিছু পাখি।
বৃষ্টি ভেজা সোঁদা বাতাস এলে
বুকের কাছে তাদের ধরে রাখি !
ফুলের অভাব ভোলায় রঙিন বিকেল
লালের ছায়া দেখায় এঁকে এঁকে !
সন্ধ্যাগুলো ধীর পায়েতে নামে
আয়েশ করে বসতে থাকে জেঁকে !
তাদের সাথে মিলছে না যে মোটে
তাই নিয়ে আজ করবো আমি কি যে ?
গ্রামটি আমার অন্য রকম বলেই
থাকছে আমার ভালোবাসায় ভিজে !
১,৫৬০ বার পড়া হয়েছে
একি , এ যে দেখি লাইলী মজনুর কিসসা,
অসংহক্য ভাল লাগা।
আপনার কমেন্ট পড়ে মজা পেলাম। ধন্যবাদ।
ভাল না,বেশ ভাল লেগেছে আপনার কবিতা।
অনেক ধন্যবাদ,দাদা। আপনাদের নিরন্তর প্রেরণা আমাকে উৎসাহ যোগায়।
বেশ ভাল লেগেছে আপনার কবিতা।
অনেক ধন্যবাদ,আপু।
অসংখ্য অসংখ্য ভাল লাগা
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
“আমার গ্রামে নাই যে তেমন কিছু
খেলে শুধু মিস্টি কিছু পাখি।
বৃষ্টি ভেজা সোঁদা বাতাস এলে
বুকের কাছে তাদের ধরে রাখি !”
কবিতায় পেলাম গ্রামের ছবি আর আনন্দ। সত্যিই মনের ভেতরে গ্রামের ছবি ফুটে উঠে! আপনাকে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
গ্রামের বর্ণনা ফুটে উঠেছে।
েআমির ভাইয়ের সাথে সহমত
দারুন লিখা