নোটিশ
ঘুমঘর
এই লেখাটি ইতিমধ্যে 1324বার পড়া হয়েছে।
ঘুমঘর যেন কোন আলাদা মানচিত্র
এক সত্ত্বা থেকে আরেক শর্তাদেশ সত্ত্বায়
আলোর বৃত্ত আঁকা জারুল পাতায়।
ঘুমঘরে টিভি নেই,সংবাদপত্র নেই
আছে শুধু ঘুম,ঘুমের প্রহর
স্বপ্নে খোঁড়া নৈ:শব্দ নহর।
ঘুমঘরে সাঁতার কাটার দাগ
বিছানা-বালিশে অবিচল ঢেউ তোলা
রাতদিন সুরে বাজে ঘুমের হরবোলা।
১,৩৯৮ বার পড়া হয়েছে
ভালো হয়েছে । তবে কবিতার না বলা বক্তব্য ঠিক ধরতে পারলাম না যেন ( আমি এম্নিতেও একটু কম বুঝি)
আমিও একটু কম বুঝি,তাই সবই যে বোঝেতে পেরেছি,সে দাবী করব না।
প্রকাশের অস্পষ্টতা আর অস্পষ্টতার প্রকাশ নিয়ে নানা রকম নিরীক্ষা চলছে,
আমাদের পশ্চিমবাংলার সাহিত্য জগতে,
এই কবিতা তেমনই একটা প্রয়াস বলতে পারেন।
অশেষ ধন্যবাদ ভাই
ভাল থাকবেন সবসময়।
Bha dharun kobi,,,,,,,,,
অশেষ ধন্যবাদ কবি
ভাল থাকবেন সবসময়।
আছে শুধু ঘুম,ঘুমের প্রহর
স্বপ্নে খোঁড়া নৈ:শব্দ নহর।…খুব ভালো লাগলো…
অশেষ ধন্যবাদ মিলন ভাই
ভাল থাকবেন সবসময়।
চমৎকার !
অসাধারণ কবিতা
যাহা স্পষ্ট তাহা তো কবিতা নয়
অস্পষ্ট যাহা , রহস্যময় ,তাহাই কবিতা
অনেক ভাল লাগা ।
অশেষ ধন্যবাদ কাশেম ভাই
ভাল থাকবেন সবসময়।
ঘুমঘর,ভাল লেগেছে,ভাই! ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ ভাই
ভাল থাকবেন সবসময়।
ঘুমঘরে টিভি নেই,সংবাদপত্র নেই
আছে শুধু ঘুম,ঘুমের প্রহর
স্বপ্নে খোঁড়া নৈ:শব্দ নহর।
+++++++++++++++++++++++
+++++++++++++++++++++++
চমৎকার হয়েছে।
ঘুমে সাতার কাটুন, ভাল কিন্তু পিঠা খাইয়েন না, তাইলে কাঁথা শেষ।
বেশ ভালো হইছে
পড়ে ভালোই লাগলো কবি