চন্দন ভাই আর কোনদিন চলন্তিকায় লিখবেন না!
এই লেখাটি ইতিমধ্যে 2399বার পড়া হয়েছে।
চলন্তিকা ব্লগের লেখক-প্রদায়ক, সাংবাদিক ও ছড়াকার ওবায়দুল গনি চন্দন আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে অসুস্থ হয়ে পড়ার পর চন্দনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় ফিচার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন চন্দন। এর আগে তিনি বাংলাভিশন, বৈশাখী টিভি এবং ইনডিপেনডেন্ট টিভিসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ছড়াকার হিসেবে তার খ্যাতি রয়েছে দেশজুড়ে।
তিনি গতবছর ১৭ সেপ্টেম্বর চলন্তিকাতে নিবন্ধন করেন। চলন্তিকাতে তিনি ৬টি পোস্ট করেন। প্রতিটিই ছিল আকর্ষণীয়। তার সর্বশেষ লেখা ছিল “সাত গ্রহ বিশিষ্ট এক নতুন সৌরজগতের সন্ধান লাভ”। আমার জানা মতে তিনি অন্য কোন ব্লগে লিখতেন না, চলন্তিকার প্রতি হয়ত এটা ছিল তার ভালবাসা।
চলন্তিকাতে তার অন্যান্য লেখা গুলো হচ্ছে –
হিমালয়ের তুষারমানব : রহস্যময় ইয়েতি
তার প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি ছড়ার বই হলো, কান নিয়েছে চিলে, আমার মানুষ গান করে, আঙুল ফুটে বটগাছ, থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন। এর মধ্যে চারশ বছর চারশ লাইন ছড়ার বইটির জন্য পেয়েছে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। টিভি নাটক লিখেছেন ৩০টির মতো। এ ছাড়া, বিজ্ঞাপনের জিঙ্গেলও লিখে গেছেন নিয়মিত।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা এসএ টেলিভিশনের সাংবাদিক। তাঁদের এক ছেলে আছে।
আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে বেহেশত নসীব করেন।
২,৪১৪ বার পড়া হয়েছে
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন,
আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
মনটা বিষণ্ন হয়ে গেল।।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি —- ।।
উনার আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন,
আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন,
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি —- ।।
আমার ভাবতেই কষ্ট হচ্ছে।
আল্লাহ উনার আত্মার শান্তি দিন।।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি, মহান আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে বেহেশত নসীব করেন।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। প্রিয় বন্ধু তুমি ভালো থেকো…
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি, মহান আল্লাহ যেন ওনাকে বেহেশত নসীব করেন।
ওনার কিছু লেখা পড়েছি। কত বয়স হয়েছিল ?দুঃখজনক। ..ম্র্ত্যু। .কিছু করার নাই।
ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে পোস্ট টির জন্য। শুভেচ্ছা রইল অনেক অনেক।
দেশের তরুণ সাহিত্যিক ছড়াকার ও গণমাধ্যম কর্মী জনপ্রিয় চন্দনের অকাল মৃত্যেতে মৃতু্য্যতে আমরা শোকাহত
আত্মার মাগফেরাত কামনা করি।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু আমাদের শেষ নিয়তি হলেও তা অতি বেদনাদায়ক। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। দোয়া করি পরম করূনাময় খোদা তা’লা তাঁকে যেন বেহেস্ত নসীব করেন।
আল্লাহ যেন বেহস্তবাসী করেন ।
চন্দন ভাই শুধু চলন্তিকায় কেন কোন ব্লগেই তিনি আর লিখবেন না। আমি ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।
আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন
Akkah give him jannatul-Fer-dous.
Allah give him Jannaahtul-ferdaous.
আল্লাহ তার আত্নার শান্তি দিন ।
চন্দনের শোকগাথা চলছিলো বাংলাভিশনে-দেখেই মনটা বেদনায় মোচড় দিয়ে উঠলো; কারণ চন্দন ৮০ এর দশকে লালমনিরহাট থেকে আমার সম্পাদিত ”ত্রৈমাসিক চলমান’ পত্রিকায় সুন্দর সুন্দর ছড়া পাঠাতো।
সেই পত্রিকায় তখন আসলাম সানী, আশরাফুল আলম পিন্টু, সিরাজুদ্দৌলাহ বাহার, নাসের মাহমুদসহ সেসময়ের বিখ্যাতরা লিখতো।
চন্দন ঢাকার বিভিন্ন পত্রিকায় থাকাকালে আমার ছড়াও ছেপে দিতো। আমি ২০০২ সালে ঢাকায় এলেও তার সাথে যেমন আমার ফিজিকালি দেখা হয়নি, সেও আমাকে দেখেনি। নামেই পরস্পর চিনতাম। তার মরণে অনেক কশতি হলো বাংলাসাহিত্যের। আল্লাহ তাকে বেহেস্তে রাখুন।
আমিও
তার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে বেহেশত নসীব করেন।
আমরা আসলে সবাই একই পথের যাত্রী।