Today 20 May 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলতে চলতে

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ০৫/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1409বার পড়া হয়েছে।

চলতে চলতে
মিলন বনিক

নিশ্চিন্তে হেঁটে যাচিছ  দু’জনে
ছায়া সুশীতল রাতের আধাঁরে,
সুনিবিড় বনতল,
কোন ভয় নেই, দ্বিধা নেই
নেই কোন সংশয়।
চলতে চলতে কার কন্ঠ ধ্বনি
তোমার নাম ধরে ডাকলো
চেনা চেনা মনে হয়
তার নাম নির্মল।
চলার শেষ হলোনা,
দুটি পথ গেছে বেঁকে
কিছুই বললে না, একা কি করে যাবো
নিস্তব্দ রাত্রির গহীন অন্ধকারে
গভীর একাকীত্ব নিয়ে
নিঃশব্দে পদধুলি এঁকে।

গোমদন্ডী/ ২১-১১-৮৮ইং।

১,৫১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১৯ টি মন্তব্য

 1. সপ্নিল রায় মন্তব্যে বলেছেন:

  কেন বেঁকে গেলো দুটি পথ?

 2. মুহাম্মদ আনোয়ারুল হক খান মন্তব্যে বলেছেন:

  আমাদের জীবনের একটা বিশাল সময় আমরা সবার মাজে থেকেও নিঃসঙ্গ থাকি। ধন্যবাদ আপনাকে।

 3. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

  `তোমার নাম ধরে ডাকলো
  চেনা চেনা মনে হয়
  তার নাম নির্মল।”

  Valo legese, thanks.

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  খুব ভাল হয়েছে। লিখতে থাকুন অবিরত।

 5. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

  কেন বেঁকে গেলো দুটি পথ? আমারও জিজ্ঞাসা। ভাল থাকুন।

 6. মোসাদ্দেক মন্তব্যে বলেছেন:

  ভাললাগল..
  নিশ্চিন্তে হেঁটে যাচিছ দু’জনে
  ছায়া সুশীতল রাতের আধাঁরে,
  সুনিবিড় বনতল,
  কোন ভয় নেই, দ্বিধা নেই
  নেই কোন সংশয়।
  চলতে চলতে কার কন্ঠ ধ্বনি
  তোমার নাম ধরে ডাকলো
  চেনা চেনা মনে হয়
  তার নাম নির্মল।
  চলার শেষ হলোনা,
  দুটি পথ গেছে বেঁকে
  কিছুই বললে না, একা কি করে যাবো
  নিস্তব্দ রাত্রির গহীন অন্ধকারে
  গভীর একাকীত্ব নিয়ে
  নিঃশব্দে পদধুলি এঁকে।

  শুভকামনা রইল

 7. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  আপনাকে ধন্যবাদ। অসাধারণ লাগল।

 8. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  সুন্দর

 9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন তো !
  ভাল লাগা জানিয়ে গেলাম ।

 10. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে আপনার কবিতা–অনেক আগে থেকেই আপনি এ সাইট আছেন দেখছি!

 11. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা জানিয়ে গেলাম।

 12. আরজু মন্তব্যে বলেছেন:

  নিস্তব্দ রাত্রির গহীন অন্ধকারে
  গভীর একাকীত্ব নিয়ে

  লাইন দুটো বেশ ভাল লাগল ।আমার মনের সাথে মিলে গেল বলে।
  কবিকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ।

 13. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বাহ্, বেশ তো!
  অনেক কথাই বলে গেলেন কবি!
  ভাল লাগল কবিতা।

 14. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসম্ভব সুন্দর কবিতা
  ভাললাগল অনেক

 15. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  অসম্ভব সুন্দর লীকা আপনার

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top