Today 05 Feb 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলন্তিকার ঈদের ইবুকের জন্য লেখা আহবান

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ৩০/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1558বার পড়া হয়েছে।

প্রিয় লেখক বন্ধুরা

আর কিছুদিন পরই রোজা। তারপর ঈদুল ফিতর। ঈদ অর্থ আনন্দ। আনন্দ তো জীবনে এক দুবার নয়, বার বার বহুবার এসেছে। রোজা আর ঈদ নিয়ে ছোট বেলা থেকেই আমাদের বহু স্মৃতি। ছোটবেলাতে ঈদে সিমাই – ফিরনী – খিচুড়ী – মিষ্টি খাওয়ার ধুম পড়তো । সালামি পেতাম। নানা বাড়ি, দাদা বাড়ি যাওয়া হত। মামা চাচারা কত কিছু কিনে দিতেন। নানি-দাদির আদর! আরও কত কি?

রোজা রাখা নিয়েও রয়েছে অনেক স্মৃতি।

আসুন আমরা সেই সব স্মৃতিকে তুলে আনি আপন মহিমায়। লিখুন চলন্তিকাতে। আমাদের আগস্ট মাসের দুই তারিখে যে ই-বুক বের হবে তার সিংহভাগ জুড়ে থাকবে আমাদের সবার ঈদের স্মৃতি। একই লেখকের মানসম্পন্ন একাধিক লেখা প্রকাশেও আমাদের আপত্তি নাই।

আমরা সবার আংশগ্রহন চাই।

বিনীত

সম্পাদক।

 

বি.দ্র. :

১। আগামী ১০ তারিখে আমাদের প্রথম মাসিক ই-বুক বের হচ্ছে যার মূল বিষয় থাকবে “বাবা”।

২। এখন থেকে বাংলার পরিবর্তে ইংরেজিতে মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে। প্রথম পাতাতে একই লেখকের/ প্রদায়কের একাধিক লেখা থাকতে পারবে না।

১,৭৮৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

১৩ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  শীঘ্রই ঈদের স্মৃতি নিয়ে চলন্তিকায় কিছু লিখব বলে স্থির করলাম। তবে কবিতা বা ছড়া লিখা যাবে কি? জানাবেন।

 2. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

  ই-বুকের জন্য কি মেইল করব না চলন্তিকাতে প্রকাশ করব ? আর কাদের লেখা নিয়ে জুলাই সংখ্যা বের হচ্ছে ?
  ছড়া-কবিতা লেখা যাবে ?

  • সম্পাদক মন্তব্যে বলেছেন:

   মেইল করতে হবে না। আমরা বলেছি আপনারা চলন্তিকাতে লিখুন। আমরা সেখান থেকেই নিয়ে নিব। আরও একটা কথা, আমাদের ইবুকে যে সব লেখা প্রকাশ হবে সেসব লেখাতে যদি গঠনমূলক কিংবা সুন্দর মন্তব্য থাকে সেসবও প্রকাশ পাবে। এটি আমাদের সকল ইবুকের জন্য প্রযোজ্য।

 3. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ সম্পাদক সাহেব, আপনার এই আহ্বানে আমি সাড়া দেওয়ার চেষ্টা করব। অন্য কারো লেখা কি তার নাম দিয়ে প্রকাশ করা যাবে?

 4. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  যদি যায় তাহলে কিভাবে,দয়াকরে বলবেন

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আমার মনে হয় কাউছার সাহেব বুঝাতে চাচ্ছেন অন্য কোন ব্যক্তির লেখা কাউছার সাহেবের আইডির মাধ্যমে প্রকাশ করা যাবে কি? তবে লেখার নিচে ঐ ব্যক্তির নাম থাকবে।
  এটা জানলে আমারও ভাল হতো।

 6. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  আমি এই ব্লগে নতুন। আংশিক কিছু ইঙ্গিত দিলে উপকৃত হব।

 7. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  কমেন্ট কি আমরা এক বার করতে পারব। না কি বার বার করা যাবে।

 8. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  ই বুক কি নিয়মিত প্রকাশিত হয় ?

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top