Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলন্তিকার প্রিন্ট প্রকাশনা নিয়ে বিজ্ঞপ্তি

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ১৩/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 2554বার পড়া হয়েছে।

বন্ধুরা,

আপনারা জানেন যে আমাদের প্রিন্ট প্রকাশনা আগামি এপ্রিল’১৫ থেকে বের হচ্ছে। আমাদের প্রকাশনার প্রতিটা সংখ্যাতে চলন্তিকা ব্লগের ২০/২৫ জনের লেখা থাকবে। সেটা হতে পারে গল্প, কবিতা, ফিচার ইত্যাদি। আপনরা এখন থেকে আপনার লেখা জমা দিতে পারেন। আমরা লেখা পাবার পর সেটা রিভিউ করে আপনাদের মেইল এবং এসএমএস করে জানিয়ে দিব।

আমাদের প্রিন্ট প্রকাশনাতে লেখা প্রকাশ হবার শর্ত সমূহ হচ্ছে-

১. লেখাটি প্রিন্ট প্রকাশনাতে প্রকাশ হবার আগ পরজুন্ত অন্য কোন ব্লগ কিনবা প্রিন্ট মিডিয়াতে প্রকাশ হওয়া যাবে না।

২. লেখা চলন্তিকাতে প্রকাশ হবার পর পরই তা নিজ নিজ ফেসবুক ওয়ালে প্রকাশ করতে করতে হবে।

৩. যদি কখনও জানা যায় যে নির্বাচিত লেখাটি অন্য ব্লগে কিনবা প্রিন্ট মিডিয়াতে প্রকাশ হয়েছে তবে তার আর কোন লেখা চলন্তিকার প্রিন্ট প্রকাশনাতে প্রকাশ করা হবে না।

 

আমাদের ইমেইল mahkbd@gmail.com এ মেইল করে আপনার চলন্তিকাতে লেখার লিঙ্ক আর ফেসবুক শেয়ার লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন। আমরা ৭ দিনের মাঝে আপনাকে জানিয়ে দিব যে আপনার লেখা নির্বাচিত হয়েছে কিনা। লেখা নির্বাচিত হলে সেটি আর কোথাও প্রকাশ না করার জন্য অনুরোধ করছি।

 

আপনারা যারা এখনও আপনার মোবাইল নাম্বার আমাদের পাঠিয়ে দেন নাই তারা এখনই পাঠিয়ে দিন এই নাম্বারে ০১৯৭১৪৪৫৫৬৯। আমরা আমাদের লেখক বন্ধুদের সাথে নিয়মিত এসএমএস এর মাধ্যমে যোগাযোগ রাখি।

 

আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

২,৫৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

২৪ টি মন্তব্য

  1. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যেগ।শুভ কামনায়।

  2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যেগ…
    সাথে আছি।।

  3. মনির হোসেন মমি মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ মোবাইলেই পড়েছিলাম।ভাল একটি উদ্দ্যেগ।

  4. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

    শুনে খুশি হলাম আনোয়ার ভাই। অপেক্ষা করে আছি পত্রিকা প্রকাশের। শুভেচ্ছা রইল।

  5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    সুন্দর অতি সুন্দর উদ্যোগ । লেখা পাঠানো শুরু ।

  6. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    শুভ কামনা প্রিয় চলন্তিকা ——- ।।

  7. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

    অনেক ভালো লাগলো জেনে।
    লেখা দেবার ইচ্ছে রলো।

    শুভকামনা শুভপ্রয়াসে…

  8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যেগ। সাথেই আছি

  9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    এটা বই না ম্যাগাজিন আকারে হবে?

  10. আজিম মন্তব্যে বলেছেন:

    অনেক ধন্যবাদ মাননীয় ব্যবস্থাপনা সম্পাদক সুন্দর এই উদ্যোগের জন্য।

  11. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    আমি চলন্তিকার শুরু থেকেই আছি। ভবিষ্যতেও থাকব। গত বছর নিয়মিত ছিলাম। এ বছর অনিয়মিত আছি। মাঝ পথে চলন্তিকার বেহাল অবস্থা দেখে এখানে লেখার আগ্রহ হারিয়ে ফেলছি। তাছাড়া এ পর্যন্ত অনেক প্রতিশ্রুতি সম্পাদক মহোদয় দিয়েও দুয়েকটা ছাড়া বেশীরভাগ প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেননি। তাই অনেক লেখকে এখন আর এখানে লিখতে দেখি না। আশা করি অনন্ত এই প্রতিশ্রুতিটা চলন্তিকা রাখবে।

    • ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

      আমির ভাই, ধন্যবাদ। আপনি ভাল করেই জানেন যে গত ডিসেম্বরে চলন্তিকা সাইট হেক করা হয়েছিল। তখন বই বের করার চাইতে সাইট আর লেখা গুলো উদ্ধার করাই প্রধান কাজ হয়ে যায়। আল্লাহ এর রহমতে আমাদের কোন লেখকের কোন লেখা হারিয়ে যায়নি। আর গত বছর বই বের করার চিন্তা ছিল যেখানে সবাই কিছু খরচ এর সাপোর্ট দিবে। আমরা সেই বৃত্ত থেকে বের হবার চেষ্টা করছি। আমাদের নিয়মিত ম্যাগাজিনে লেখার জন্য কাউকে খরচ দিতে হবে না। অপরদিকে আমরা প্রকাশনা প্রতিষ্ঠান করতে যাচ্ছি। সেখান থেকেও বই বের করতে গেলে আমাদের লেখকদের কোন খরচ বহন করতে হবে না। আমাদের বই গুলো হবে অনুবাদ, রহস্য গল্প, অলৌকিক কাহিনী, কিনবা হরর গল্প, সায়েন্স ফিকসন। আশা রাখি আপনি এখানে নিয়মিত আবার আসবেন। এখানে প্রতিদিন সবাই আসেন। আপনি অনিয়মিত তাই খেয়াল করতে পারেন নাই। আর আমরা সবার সাথে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ রাখি যা আর কেউ করে বলে আমার জানা নাই। ভাল থাকবেন।

  12. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    আশা করি এবারের প্রকাশনায় কোন বাঁধা বিঘ্ন ঠেকাতে পারবেনা । চলন্তিকা এগিয়ে যাক এই কামনা করছি ।

  13. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

    হতাশা থেকে সরে যাওয়া । হ্যাক হয়েছিলো বিষয়টা জানতাম না । লেখা পাঠাবো । তবে গতিশীলতা চাই ব্লগে । ধণ্যবাদ ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top