চলো বৃষ্টি ছুঁয়ে দেখি
এই লেখাটি ইতিমধ্যে 1183বার পড়া হয়েছে।
শ্রমিকের ক্লান্ত শরীর নিয়ে বিছানায় যেতেই
নিদ্রাবতি অামায় অাপন করে নিলো।
ক্ষনিক পরে হঠাৎ তুমি এলে!
বাহিরে ঝুম বৃষ্টিরা একটানা সুর তুলেছে
তুমি ঠিক অামার কাছে- খুব কাছে বসে
অামায় অাদর করতে করতে বললে- এই,
চলো বৃষ্টি ছুঁয়ে দেখি!
চলো অাজ বৃষ্টিতে ভিজি।
তুমি হাতটি ধরে টেনে নিলে উঠনে
বৃষ্টির জলের ভেঁজা অনুভবে
নিদ্রাবতি অামায় ছেড়ে দিলো
অার তুমিও অদৃশ্য হয়ে গেলে।
তোমার খুব ইচ্ছে ছিলো বৃষ্টিতে ভিজবে
এলো চূলে উঠনের মাঝখানে
দু-হাত দু-দিকে বাড়িয়ে দাঁড়াবে,
অামি তখন পিছন থেকে তোমার পিঠে
বুক লাগিয়ে তোমার মতোই হাত বাড়িয়ে
টাইটানিক স্টাইলে দাড়িয়ে বৃষ্টির অাকাশ দেখবো
অথচ অাজ তুমি কত দুরে, দুর অজানায়।
অাজও অামি একা ভিজি তোমাকেও ডাকি
তবে মেঘের বৃষ্টিতে নয় চোখের বৃষ্টিতে।
তুমি একবারও কি শুনতে পাও নন্দিনী?
দেখো অাজও বাহিরে ঝুম বৃষ্টি
অথচ তোমার মতো কেউ বলে না
চলো বৃষ্টি ছুঁয়ে দেখি
চলো অাজ বৃষ্টিতে ভিজি।
১,১৬৯ বার পড়া হয়েছে
মন ছোঁয়া বৃষ্টি ধোয়া কবিতা –
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবিকে –
বৃষ্টি নিয়ে দারুণ কবিতা লিখেছেন । ভালো লাগলো কবিতা ।
কবিতার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবিকে ।
কবি কবিতা ভালো লাগলো
সহস্র শুভেচ্ছো রইল
থাকলো শুভ কামনা
কবিতার মাঝে দু:খ
কবির দু:খ দূর হউক
কবিতা ভাল লাগল অনেক
নন্দিনী ফিরে এসো……
কবির দু:খ দূর হউক
ভাল লাগলো কবিতা……।