Today 20 May 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চাওয়া-পাওয়া

লিখেছেন: তুষার আহসান | তারিখ: ২৮/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1011বার পড়া হয়েছে।

মন চায় ভাল কথা

প্রাণ চায় শান্তি,

জীবন বুঝে নেয়

সব কড়া-ক্রান্তি।

 

চোখ চায় ফুলরং

নাক চায় গন্ধ,

অকারণে সুখ চায়

কতিপয় অন্ধ।

১,১২৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি পশ্চিমবঙ্গ,ভারবর্ষের মানুষ। ছোট বেলা থেকেই লেখালেখি করি। দৈনিক আনন্দবাহজার সহ বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশ পায়। ইন্টারনেটের নেশা এখন এমন ভাবে ধরেছে, ব্লগ ছাড়া আর কোথাও লিখতে ইচ্ছে করে না।
সর্বমোট পোস্ট: ৫১ টি
সর্বমোট মন্তব্য: ৮৪২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-১০ ১২:৪৪:৪৯ মিনিটে
Visit তুষার আহসান Website.
banner

১২ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মন চায় ভাল কথা

  প্রাণ চায় শান্তি,

  জীবন বুঝে নেয়

  সব কড়া-ক্রান্তি।

  সুন্দর ছড়া লিখেছেন।

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সুন্দর লাগল আপনার ছড়ার কবিতা।

 3. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  কবিতা ছোট হলেও, ব্যপ্তি অনেক। ভালো লাগা রইল।

 4. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  দুটি ছড়াই ভালো লেগেছে।

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার…..

 6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  চোখ চায় ফুলরং
  নাক চায় গন্ধ,
  অকারণে সুখ চায়
  কতিপয় অন্ধ।
  ছন্দে ছন্দে দারুণ কবিতা হয়েছে কবি।
  শুভেচ্ছা রইল।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চোখ চায় ফুলরং

  নাক চায় গন্ধ,

  উফ কি সুন্দর রে বাববা

  ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top