Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বই আলোচনাঃ চার কন্যার জন্যে

লিখেছেন: Sultana | তারিখ: ১৮/০৩/২০১৬

এই লেখাটি ইতিমধ্যে 975বার পড়া হয়েছে।

বইয়ের নাম :চার কন্যার জন্যে
লেখক : ফরিদুর রেজা সাগর
প্রকাশনী : অনন্যা
মূল্য : ১৫০ টাকা / ২৫% কমিশনে ১১৩ টাকায় কিনেছিলাম
পাতা : ৯৪
সাইজ : সেবার পেপারব্যাক বইয়ের মতই তবে এটা হার্ডকাভার

এই বইটিতে ছোটগল্প আছে ৬ টি । এই বইতে থাকা সবগুলো গল্পই গোয়েন্দা গল্পের মতো । তবে ছোট পরিসরে । কাহিণী সংক্ষেপ সহ রিভিউ লিখে দিলাম ।

১.বটগাছের মধু রহস্য
এটা এই বইয়ের প্রথম গল্প । ঝাউনদী নামের অঞ্চলের একটা বটগাছ থেকে নাকি মধু ঝরছে । “মৌনী বাবা” নামে একজনে সেখানে আস্তানা গেড়েছে আর গ্রামের সাধারণ মানুষকে ঠকছে দিনের পর দিন। সেই রহস্য ভেদ করে অন্তু , শিমুল আর শফিক ।

২.কুয়াকাটার মাছ রহস্য
কুয়াকাটার উপকূলে একদল জেলে অদ্ভুত এক রকম মাছ ধরেছে । কিন্তু মাছ গুলো নিয়ে যখন তারা হাটের দিকে যাচ্ছিল তখন মাছগুলো জেলেদের প্রায় আক্রমণ করে আবার গভীর পানিতে ফিরে গেছে ।

৩.প্যাট্রিকেল গরিলা
কক্সবাজারের একটা হোটেলে নিজস্ব সি বিচে গত কয়েকদিন ধরে অদ্ভুত একটা ঘটনা ঘটছে । সি বিচে রাখা রঙিন আর বড় বড় ছাতা গুলো পরের দিন গায়েব হয়ে যায় । আবার সমুদ্র পাড়ে বসার জন্য রাখা চেয়ার গুলো ভেঙ্গে চুরমার । কে করছে এসব ? এই রহস্য জানতে হলে এটা পড়তে হবে ।

৪.পাতা ঝুরিয়ায় এস.ও.এস.
পাতাঝুরিয়ায় গ্রামের এক পুকুরের পানি প্রায় প্রতিদিনই কমে যাচ্ছে । ব্যাপারটা তেমন চিন্তার উদ্রেক না করলেও ভেতরে কিন্তু অনেক রহস্য আছে ।

৫.অমি ও আইসক্রিম ওয়ালা
অমি ময়মনসিংহ যাওয়ার পথে গাড়িটা নস্ট হয়ে যাওয়ায় পাশের একটা পুরাতন বাড়ীতে যেখানে তার মামা চাকরির সুবাদে থাকেন সেখানে আশ্রয় নেয় । পরের দিন সকালে একা একা বাড়িতে ঘুরাঘুরি করছিল , হটাত জঙ্গলের মধ্যে আইসক্রিম ওয়ালার টুং টাং শব্দ শুনে ডাক দেয় । এটাতে সামান্য মুক্তিযুদ্ধের ছোঁয়া আছে । কিছুটা ভৌতিক গল্প বলা চলে।

৬.মার্কারি ম্যান
আবীরের হাত থেকে পড়ে ভেঙ্গে যায় থার্মোমিটার । তারপর ঘরের ভেতর কথা বলে উঠে পুতুল । সে বলে সে পুতুল নয় সে মার্কারি ম্যান আলোর মানুষ ।

পাঠ পতিক্রিয়াঃ গল্পের ছোট একটা ইঙ্গিত দিলাম । এবার আসি আমার কোথায় মানে রিভিউয়ে । অনেক দিন আগে মনে হয় গতবছর ফরিদুর রেজা সাগরের “ছোটকাকু” সিরিজ টা সম্পর্কে জানতে পারি তখন থেকেই একটা আগ্রহ ছিল এই লেখকের বই পড়ার প্রতি । আমার ছোটভাইয়ের জন্মদিনে আমি আমাদের এখানকার স্থানীয় লাইব্রেরীতে অনেক খুজাখুজি করেও “ছোটকাকু” সিরিজের একটা বইও পাই নি । এর পরে তো অনালাইন বুক শপের মাধ্যমে কত রকম বইয়ের সাথে পরিচিত হলাম । তখন সিদ্ধান্ত নিলাম একটা বই কিনে দেখি কেমন লিখেন এই লেখক । তখন আমার বাজেট মিলিয়ে আমি এটাই কিনি । কেনার আগে জানতাম না বইটা কেমন ? আমি আবার মিশ্র পাঠক । সব ধরণের বই আমি পড়ি ।

এই বইটা কিনে মনে হয় নি আমি ঠকেছি । কারণ ছোটছোট গল্প । পাঠক কে গল্পটার শেষ পর্যন্ত আটকে রাখার ক্ষমতা রাখেন এই লেখক। যুক্তি দিয়ে সমস্যার সমাধান করার বিষয়ে আমার মনে হয়ছে “ মিসির আলির” কাছাকাছি আবার গোয়েন্দার মত রহস্য উদঘাটনে “ তিন গোয়েন্দার” কাহিনীর মতই লেখেন মনে হচ্ছে ।
খারাপ কিছু বলতে চট করে শেষ হয়ে যায় । ছোটগল্পের অতৃপ্তি যাকে বলে সেটা আর কি ।

রেটিং ৪.৬/৫

৯৬২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-১০ ১০:১০:১৬ মিনিটে
Visit Sultana Website.
banner

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top