নোটিশ
চাহনী
এই লেখাটি ইতিমধ্যে 1396বার পড়া হয়েছে।
চাহনী দিয়ে যে জমাট বাঁধায়
আছি বসে আজ তার আশাতে,
চাহনী নিয়ে যে পলক খেলায়
আছি চেয়ে আজও তার পথেতে।
ওগো বলো কেমনে দেবে ধরা?
কেমনে পাবো যে তোমারে?
কোন সে পথের সবুজ ছুঁবে?
কোন আকাশের রঙে ডুবে রবে?
আজ পাথরের মতন যেন হচ্ছে হৃদয়টা,
আজ পাহাড়ের মতন যেন হচ্ছে সময়টা।
১,৪৫৭ বার পড়া হয়েছে
Tags: চাহনী
বহুদিন পর লিখলেন। স্বাগত জানাই।
Porhlam
besh
খুবই চমৎকার হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য। সময় হলে আমার কবিতায় আমন্ত্রণ রইলো।
সময় যখন পাথর হয়ে
বসে জীবন কিনারে,
সময় তখন স্থির হয়ে
বসে পাহাড় ধারে।
ভালো লাগলো পড়ে
চমৎকার লীখা কবি
শুভ কামনা রইল