Today 17 Jan 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চিঠি-৬

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০৪/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1420বার পড়া হয়েছে।

আন্তরিক,
কতবার বলতে চেয়েছি এ ভাবে হয় না কিন্তু বলতে পারি নি । আমার কথা ভেবে আমার ভাল করছ না খারাপ তার মূল্যায়ন করছ তুমিই । ফলে আমার ভাল মন্দ বোঝার আগেই ঘোষিত হয়ে যাচ্ছে ফলাফল । আমি ভাবলাম যাক বাবা আমার ভাল হচ্ছেই । আমি আর অত তলিয়ে দেখি নি ।
কিন্তু ধীরে ধীরে এত অবক্ষয় অন্যায্য অবহেলা ধ্বংস মাথা চাড়া দিয়ে উঠছে বুঝলাম কিছু একটা গলদ আছে । সেটা ঠিক কি এ সম্বন্ধেও মতভেদ মতবাদ মতানৈক্য ক্রমাগত দানা বাঁধছে । তাই আমার তোমাকেই বেশি মনে পড়ছে । তুমি তো বলছ আমার আমাদের ভালোর জন্য তোমার এত কাণ্ড কারখানা । প্রচার অবলম্বন সংগঠন সংঘবদ্ধ চেয়ার দখল এ সব আরো কত কি ?
আমি এ সব কিছুটি দেখি নি । জীবনের বকুলতলায় বসি । যে টুকু পাই তাতে পেট যদি ভরে তো ভাল না ভরলেও উঠে পড়ে আমাদের কাজে লেগে পড়ি । কত দিকে কত সব আরামের আয়োজন । একতলা দোতলা দশতলা আরো কত সুবিন্যস্ত সুবিশাল কেবল গড়েই চলেছি । এত ইমারতের মাঝে একটু ছায়া পেতে দিনরাত এক করে হন্যে হয়ে কেবল অবস্থান খুঁজেই চলেছি । গোলপাতা চাউনির শীতল বাড়িটা কত দূরে তোমার বসার কথা ছিল আমার অপেক্ষা শেষ হবে জেনে ছিলাম । সেখানে পৌঁছতে আর কতদিন কে জানে ?
ভাল থেকো
আজ থাক ।

১,৪০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ ভাল

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভালবাসার চিঠি ভাল লাগল

  শুভকামানা কবিকে

 3. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লাগলো।

 4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  চিঠি সবসময়ই ভালোবাসার অন্যরকম এক বাহক ।
  অনেক ভাল লেগেছে ! শুভেচ্ছা…

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  অসাধারণ ভাবনার প্রয়াস
  খুব ই ভালো লাগলো
  মুগ্ধকর

  শুভ কামনা
  শুভ রাত্রি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top