Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চিঠি…

লিখেছেন: এই মেঘ এই রোদ্দুর | তারিখ: ২৩/০৬/২০১৬

এই লেখাটি ইতিমধ্যে 2017বার পড়া হয়েছে।

কোন্ সম্বোধনে চিঠি করি শুরু অভ্র বলো তুমি?
প্রিয় কিংবা বন্ধু ডেকে বা ভালবাসার মরুভূমি !
হৃদয়টা তোলপাড় করে দাও প্রেমে মুর্হুমুহু
কোকিল হয়ে সুরেলা সুরে কাছে ডাকো কুহুকুহু।
হারিয়ে গিয়ে ফিরেছো চিঠি লিখি খুব হলো ইচ্ছে
ছিলেনা কাছে কষ্টরা শেষ করেছে জীবন কিচ্ছে
আচম্বিতে অভ্র- ফিরে এসেছো মনের কাছে ফের
যেয়োনা দূরে হারিয়ে আর-যেমন আছ সেই ঢের।

অভ্র তুমি- যেই ফিরে এসেছো- মনে এসেছে ছন্দ
আলিঙ্গনে রেখো ছুঁয়ে এ আমায়- ভুলে দ্বিধাদ্বন্দ্ব
শক্ত করে ধরে রেখো আমার হাত- তোমার হাতে
মনের দুয়ারে এসে দাঁড়িয়ো রোজ- আলোর প্রাতে!!

তুমি হৃদয়ের কোণে আলো হয়ে জ্বলে থাকো স্থির
জানোনা অভ্র?তোমার স্বপ্ন চোখে করে রোজ ভীড়!!

পুনশ্চ:
মনের অজান্তে লিখে গেছি -বেদনা যা ছিলো জমা
কষ্ট পেলে তবে তুমি – করো আবার আমায় ক্ষমা!

বি:দ্র………
ইতি দিতে গিয়ে ভুলে গেছি লিখতে আমার নাম
তুমি অভ্র আমি রোদ সমাপ্তিতে তাই লিখলাম।

১,৯৬৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় । আমার দুই ছেলে তা-সীন+তা-মীম ==================== আমি আসলে লেখিকা নই, হতেও চাই না আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি । লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ...................... ======================== এটা হলো ফেইসবুকের কথা........ ========================== কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না । পোলার মা হইছি বইল্যা খালাম্মা নট এলাউড......... ================ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ======================= কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB ========================= এই হলাম আমি........ =================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

    হাজার হোক – প্রেমের কবিতাতো! ভাল না লেগে কী পারে ? ভাল লাগল, ধন্যবাদ আপি । ভাল থেকো ,শুভকামনা সততঃ ।

  2. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    চলন্তিকায় আজকাল আর আগের মত প্রান নেই, লেখা,পাঠসংখ্যা ও মন্তব্য দুটোরই বড় আকাল। এমনও
    দেখা যায় গোটা সপ্তাহে মাত্র এক বা দুটি লেখা আসে। আগে প্রথম পাতায় এক লেখকের দুটো
    লেখা দেয়া যেত না, এখন সে নিয়ম মানতে গেলে মাসে কেউ একটির বেশি লেখা দিতে পারবে
    না, তাতে আরো কমে যাবে মোট লেখা ও ব্লগের গতি। অথচ মাসে বিশটির উপরে লেখার জন্য
    আলাদা প্রমোশনাল পয়েন্ট আছে, তার মানে এখন এই প্রমোশনাল অফার গ্রহন করতে গেলে ভাঙতে
    হয় প্রথমোক্ত নিয়ম। তবুও পুরনো দিনের কথা মনে করে, চলন্তিকা আবার প্রান ফিরে পাবে ভেবে
    এখন সপ্তাহে এক থেকে দুটো লেখা দিয়ে যাই। এমন ভাবনার সচল লেখকের সংখ্যাও এখন হাতে
    গোনা কয়েক জন।
    আজ সেলফোন দিয়ে আমার লেখায় আসা বিরল মন্তব্যের উত্তর দিতে গিয়েও নাকাল হতে হল, সাইট
    একদম স্লো, একবার, দুইবার, তিনবার চেষ্টা করার পর মন্তব্যের উত্তর দিতে সমর্থ হলাম। সম্প্রতি
    মন্তব্য দিতে গিয়ে বেশ কয়েকবার এই একই সমস্যা হয়েছে আমার। মন্তব্য করে এড বাটনে চাপ দিলে
    সাইট রিলোড হয় কিন্তু মন্তব্য যোগ হয় না, এই সমস্যা কি আমার একারই হচ্ছে না অন্য কারো বা
    সবারই হচ্ছে, এই বিষয়ে সঞ্চালক ও লেখক বন্ধুদের মনোযোগ আকর্ষণ করছি।
    লেখা পোষ্ট করার পর এডিট করে আবার লিখছি কারন লেখা যোগ করতেও তিন বারের চেষ্টায় সফল
    হলাম, খুবই দুঃখজনক ব্যাপার।
    হঠাৎ করে কেন এমন অচলাবস্থা হল চলন্তিকার, বিভিন্ন অফার দিয়েও আগের মত সচল হচ্ছে না ব্লগ।
    বিষয়গুলো ভাবা দরকার। সঞ্চালকরাও আগের মত একটিভ নন। সাইট নিয়মিত ঠিকমত আপডেট হয় না,
    পত্রিকার প্রকাশনার বিজ্ঞপ্তি দিয়ে লেখা নিয়েও হল না প্রকাশনা, কেন হল না সে বিষয়ে কোন
    স্পষ্ট বক্তব্যও চোখে পড়েনি। একই ব্লগে এখন সাহিত্যের পাশাপাসি যোগ হয়েছে ব্যবসায়িক
    উদ্যোগ। যান্ত্রিক সমস্যার কারনে এমনিতেই লেখা, মন্তব্য দেয়া ঝামেলার কাজ। তারপরে আগে
    যেখানে লেখা ও মন্তব্য দূটোতেই পয়েন্ট ছিল বেশি, এখন সেখানে দুটোতেই পয়েন্ট কমিয়ে অর্ধেক
    করে আকাশচুম্বী পয়েন্টের বিমান টিকেটের এক অফার দেয়া হয়েছে যা আসলে সঞ্চালকদের
    আন্তরিকতার অভাব বা ব্লগের লেখক পাঠকদের মন বুঝতে না পারার কারনে বলেই মনে হয়। দুর্বল হয়ে
    যাচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের জায়গাগুলো। যাইহোক আশা করছি সব জটিলতা কাটিয়ে
    চলন্তিকা আগের রুপে ফিরে আসবে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top