Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চ্যাটিং-এর জন্য ফেসবুকের ওয়েবসাইট

লিখেছেন: মোঃ অলিউর রহমান | তারিখ: ০৩/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1472বার পড়া হয়েছে।

বন্ধুদের সঙ্গে যোগাযোগের অন্যত্তম মাধ্যম ফেসবুক৷আর ফেসবুকে সাধারনত আমরা মেসেঞ্জারের মাধ্যমেই যোগাযোগ করে থাকি৷ সেই যোগাযোগের মাধ্যমকে আরও উন্নত করতে শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য নয়া ওয়েবসাইট চালু করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷
1
তাদের নয়া ওয়েবসাইটটির নাম Messenger.com৷ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে চাটিং করতে পারবেন৷
কম্পিউটার বা স্মার্টফোনের ব্রাউজারের মাধ্যমে মেসেঞ্জার ডটকম সাইটে ভিজিট করে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ব্যবহারকারী তার ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন৷
যারা ফেসবুকের নোটিফিকেশন ও অন্যান্য বিষয়কে বাদ দিয়ে শুধুমাত্র মেসেজিংয়ে করতে চান, তাদের জন্য ‘ঝামেলা বিহীন’ চ্যাটিংয়ের মাধ্যম হতে পারে এই Messenger.com ওয়েবসাইটটি৷চলতি সপ্তাহেই ফেসবুকের তরফে চালু হয়েছে এই চ্যাটিং ওয়েবসাইটটি৷
আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই ওয়েবসাইটের মাধ্যমে চাটিং করা গেলেও খুব তাড়াতাড়ি বিশ্বের অন্যান্য ভাষাতেও এই ওয়েবসাইটটি চালু করা হবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে৷ তবে ফেসবুক ব্যবহারকারী চাইলে ফেসবুকে চ্যাট করার পাশাপাশি এই ওয়েবসাইটের মাধ্যমেও একত্রে চ্যাট করতে পারবেন৷

১,৪৫৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩২ টি
সর্বমোট মন্তব্য: ২০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-১৯ ০৭:৪০:২১ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো ভাবনার পোষ্ট
    ভালো লাগলো

    শুভ কামনা রইল

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ জানলাম

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    দারুণ আইডিয়া ! ফেসবুক আর ফেসবুক রইলো না, মেসেজ বুকও হয়ে গেল দেখছি !
    সুন্দর শেয়ারের জন্য ধন্যবাদ ।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হুম ধন্যবাদ সুন্দর শেয়ারের জন্য।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top